করোনা প্রতিরোধের জন্য মদ খাওয়ানো হল শিশুদের

0
97

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

২০২০ সালে দাঁড়িয়ে আবারও এক অশিক্ষার নমুনা ধরা পড়ল। করোনা মোকাবিলায় এবার শিশুদের মদ খাওয়ানো হল ওড়িশার মালকানগিরি আদিবাসী অধ্যুষিত পারসানপলি গ্রামে। একমাত্র মদই করোনা প্রতিরোধ করতে পারে বলে তাদের বিশ্বাস। তাই ১০-১২ বছরের প্রায় ৫০ জন শিশুকে মদ্যপান করানো হয়েছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Liquor | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, করোনা সংক্রমণ থেকে মুক্তি পেতে নিয়মিত রাম আর ডিমের পোচ খাওয়ার পরামর্শ দিয়েছেন কর্নাটকের কংগ্রেস নেতা রবিচন্দ্রন গাট্টি। সম্প্রতি টুইটারে টাইমস অফ ইন্ডিয়া তাঁর পরামর্শ দানের এমনই একটি ভিডিও বার্তা পোস্ট করে। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায় সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছিল, ওল্ড মংক রামের বোতল হাতে গাট্টি, করোনার হাত থেকে বাঁচার জন্য যে টোটকার কথা তিনি বলেছেন তারই সুখ্যাতি করেছেন।

আরও পড়ুনঃ রেলস্টেশন, প্ল্যাটফর্মগুলিকেও এবার বেসরকারিকরণ করতে চায় কেন্দ্র

যদিও ব্র্যান্ডের নাম ভুলে গিয়ে ওল্ড মংকের জায়গায় স্থানীয় ‘খোডেজ’-এর উল্লেখ করেছেন নেতা। এখানেই শেষ নয়। রাম খাওয়ার পাশাপাশি ডিম পোচ খাওয়ার কথাও ওই ভিডিওতে বলেন তিনি। কী ভাবে নিখুঁত ডিম পোচ রান্না করা যায়, তা ভাইরাল হওয়া এই ভিডিওটিতে সবিস্তারে আলোচনা করেছেন ম্যাঙ্গালুরুর উল্লাল পুরসভা কেন্দ্রের কংগ্রেস কাউন্সিলর রবিচন্দ্রন গাট্টি। তাঁর সাম্প্রতিক এই দাবি নিয়ে দল আলোচনায় বসবে বলে জানিয়েছেন ম্যাঙ্গালুরু কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে, গাট্টির ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here