মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
শারদীয়া ডিজিটাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস ২০২০’র চতুর্থ এডিশনে তিনটি বিভাগে সেরা পুজো কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
বিচারক হিসাবে ছিলেন বিশিষ্ট সুরকার সুরজিৎ চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়, টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, ডিজে আকাশ রোহিরা, কিউ-ওয়েটস (কানাডা) এর সভাপতি দীপাঞ্জন বিশ্বাস, ফ্যাশন ডিজাইনার রোশনি মুখোপাধ্যায় এবং ডায়লগ ইন-এর পিনাকী গঙ্গোপাধ্যায়।
শারদীয়া ডিজিটাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস ২০২০ হ’ল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেরা দুর্গা পূজা কমিটি সম্মানের একটি উদ্যোগ। ধারণা, সৃজনশীলতা, বাস্তবায়ন থেকে শুরু করে ডিজিটাল প্রচারের সমস্ত সৃজনশীল দিকগুলি এবং সোশ্যাল মিডিয়ার প্রচারের উপর বিচার করেই এই সম্মান প্রদান করা হয়েছে পুজো কমিটিগুলিকে।
গোটা পশ্চিমবঙ্গ থেকে ২০০ টি পুজো কমিটি অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। ডিজিটাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডাস বিভাগে সেরা পুরস্কার জিতেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। ফার্স্ট রানার আপ হয়েছে মুদিয়ালী ক্লাব। সেকেন্ড রানার আপের পুরস্কার জিতে নিয়েছে দমদম তরুণ দল।
আরও পড়ুনঃ ঘোষিত হল বীরভূম জেলায় বিশ্ববাংলা শারদ সম্মানের ফলাফল
জুরি চয়েস অ্যাওয়ার্ডস বিভাগে সেরার সম্মান পেয়েছে সমাজ সেবী সংঘ। ফার্স্ট রানার আপ পুরস্কার পেয়েছে আর্বান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সেকেন্ড রানার আপের পুরস্কার জিতেছে কাশিবোস লেন দুর্গাপূজা সমিতি।
পিপল চয়েস অ্যাওয়ার্ড বিভাগে সেরার পুরস্কার জিতেছে গোয়াবাগান শারোদৎসব সম্মিলনী।ফার্স্ট রানার আপ হয়েছে দমদম পার্ক যুবক বৃন্দ। সেকেন্ড রানার আপের পুরস্কার পেয়েছে ওয়ার্ড নং ১ সাধারণ দুর্গোৎসব-ও-প্রদর্শনী।
আরও পড়ুনঃ মহাসপ্তমীতেই শুরু হল কলকাতা-পোর্ট ব্লেয়ারের উড়ান
এদিকে, সেরা শারদীয়ার সামাজিক সতর্কতার পুরস্কার জিতে নিয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। বিজয়ী দুর্গাপুজো কমিটিগুলির হাতে ২০ অক্টোবর পুরস্কার তুলে দেওয়া হয় কিউ-ওয়েটসের পক্ষ থেকে। অনলাইন প্ল্যাটফর্মে এই গোটা অনুষ্ঠানটি আয়োজন করেছিল ক্যানডিড কমিউনিকেশন।
কিউ-ওয়েটসের সভাপতি দীপাঞ্জন বিশ্বাস বলেন, “শারদীয়া ডিজিটাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস ২০২০’এর অংশ হতে পেরে আমরা অভিভূত। এই প্রতিযোগিতায় আমরা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর প্রতিক্রিয়া পেয়েছি। যেহেতু এটা মহামারী বছর, তাই স্যানিটাইজেশন এবং সুরক্ষা সতর্কতাগুলি সবচেয়ে উদ্বেগের বিষয়। এই করোনা পরিস্থিতিতে নিরাপত্তার সমস্ত সতর্কতা অবলম্বন করেছে এমন পুজোকমিটিকেও আমরা একটি বিশেষ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব বিভাগের বিজয়ীদের জন্য আমার আন্তরিক অভিনন্দন রইল”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584