নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আবহাওয়া দপ্তর বলছে সোমবার থেকে পাওয়া যাবে শীতের আমেজ, তাপমাত্রার পারদ নামবে হুহু করে।
গত কয়েকদিন ধরে কুয়াশা আর মেঘলা আকাশ, শীতের আমেজ বড়ই ফিকে। তবে, আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, দিন দু’য়েকের মধ্যেই রাজ্যে ফিরবে শীতের আমেজ।
আগামী সোমবার থেকেই রাজ্য জুড়ে ঠান্ডা পড়তে চলেছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের ৷ সোমবার থেকে কলকাতা-সহ জেলাগুলিতে নামতে পারে তাপমাত্রা।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। এদিন, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ কৃত্রিম জলাশয়ে মাত্র ৭ মিনিটে সম্পূর্ণ ছট পুজো!
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকেই পরিবর্তন হবে আবহাওয়ার। রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার নেমেছে ৬ ডিগ্রিতে।
আরও পড়ুনঃ আদালতের নিষেধ সত্ত্বেও রবীন্দ্র সরোবরে ছটপুজো করার দাবিতে বিক্ষোভ
শ্রীনিকেতেনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস,আসানসোল ২০ ডিগ্রি, পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে।হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় আবহাওয়ার শুষ্কতা বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, ও মালদার আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানা গিয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৫৯ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584