মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতির জেরে প্রায় কুড়ি মাস বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ১ নভেম্বর থেকে শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন। আজ দুপুরে কোভিড বিধি মেনে বিধানসভায় শুরু হল শীতকালীন অধিবেশন। তৃণমূল কংগ্রেসের সব বিধায়কই উপস্থিত ছিলেন এই অধিবেশনে। সুতরাং ফিরেছে প্রশ্নোত্তর পর্বও।
গতবছর ২২ মার্চ দেশ জুড়ে জনতা কার্ফু জারি হয়েছিল। তারপর করোনা সংক্রমণ ঠেকাতে ২৩ মার্চ গোটা দেশে লকডাউন জারি করেছিল কেন্দ্র। এর দিন কয়েক আগেই বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব বন্ধ হয়েছিল। এবার ২ নভেম্বর, মঙ্গলবারই বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব ফিরতে চলেছে। ইতিমধ্যেই প্রশ্ন জমা দিতে শুরু করেছেন বিধায়করা।
আরও পড়ুনঃ দিল্লিতে ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে খুলল স্কুলের দরজা
বিধানসভার নিয়ম অনুসারে, প্রশ্ন জমা দেওয়ার জন্য প্রথমে প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করতে হয়। প্রশ্নকর্তা বিধায়কের লিখিত না মৌখিক উত্তর দরকার, তা আবেদনপত্রে উল্লেখ করতে হয় বিধায়কদের। এরপর সেই আবেদনপত্র খতিয়ে দেখেন বিধানসভা কর্তৃপক্ষ। তাঁরা যদি অনুমতি দেন এবং সংশ্লিষ্ট প্রশ্ন যদি গ্রহণ করেন, তবেই তা যে দফতরের প্রশ্ন সেখানে পাঠানো হয়। তবে এখন করোনা পরিস্থিতির কথা মাথায় থাকায় প্রশ্নোত্তর পর্বে প্রক্রিয়াগত ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিও ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুনঃ মামলা সরানোর ‘ক্যাট’-এর রায় আবারও খারিজ, কলকাতা হাইকোর্টের পর এবার উত্তরাখন্ড হাইকোর্টে
উল্লেখ্য, আজ শুরু হল বিধানসভায় শীতকালীন অধিবেশন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। চলতি বছরের ২৫ অক্টোবর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে অধিবেশন নিয় বৈঠক করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। গত ২৫ অক্টোবর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিধানসভার এই শীতকালীন অধিবেশন নিয়ে বৈঠক করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওইদিনই অধিবেশনের দিনক্ষণ স্থির করেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584