স্পোর্টস ডেস্কঃ
অশ্বিনকে ছাড়াই নতুন ইতিহাসের খোঁজে আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নামবেন কোহলিরা। গতকালই ১৩ জনের দল ঘোষণা করে ভারত। সেই দলে থাকলেও সকালে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় বাদ পড়লেন অশ্বিন।
India name 13-man squad for SCG Test: Virat Kohli (C), A Rahane (VC), KL Rahul, Mayank Agarwal, C Pujara, H Vihari, R Pant, R Jadeja, K Yadav, R Ashwin, M Shami, Jasprit Bumrah, Umesh Yadav
A decision on R Ashwin's availability will be taken on the morning of the Test #AUSvIND pic.twitter.com/4Lji2FExU8
— BCCI (@BCCI) January 2, 2019
ক্রিকেট ইতিহাসে কখনই অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ভারত। এবার সেই সুযোগ দারপ্রান্তে। বক্সিং ডে টেস্ট জিতে ইতিমধ্যে ২-১এ সিরিজে এগিয়ে ভারত, নিশ্চিত যে বর্ডার-গাভাস্কার ট্রফি থাকছে ভারতেই। তাই আগামী কাল থেকে শুরু হওয়া শেষ টেস্ট অন্তত ড্র করলেই কেল্লা ফতে। তবে আশা করা যায় ভারত জয়ের জন্যই ঝাঁপিয়ে নতুন বছর শুরু করতে চাইবে। নতুন ইতিহাস সৃষ্টি করবে কোহলিরা ।
তবে আগের দুই টেস্টের মত এই টেস্টেও অশ্বিনকে ছাড়াই নামতে হচ্ছে ভারতকে,তিনি এখনও সম্পূর্ণ ফিট নন এবং সিরিজ ড্র করতে অস্ট্রেলিয়াও যে কতটা মরিয়া সেটা ২০১৯এর প্রথম দিনে বর্ষবরণে মেতে না উঠে অনুশীলনে নেমে পড়া দেখেই বোঝা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584