বেকার সমস্যার সমাধান ব্যতিরেকে ‘উন্নয়নশীল’ থেকে যাবে ভারত

0
104

সামিম মনসুর,নিউজডেস্কঃ

ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে ভারতের ‘উন্নয়নশীল’ অবস্থা থেকে ‘উন্নত’ হতে গেলে আগামী 10 বছরের মধ্যে বেকারত্বকে কমাতে হবে। রিপোর্টটি অনুযায়ী 2030 এর মধ্যে ভারতেকে ‘উন্নত’ না করতে পারলে ভারত চিরকাল উন্নয়নশীল হিসাবেই থেকে যাবে।
কেন এমন বলছে SBI?
স্টেট ব্যাংকের মতে, ভারতের যুব সম্প্রদায়ের হাতে যদি সুলভ পরিমান কর্ম সুযোগ, এবং কর্ম প্রবেশের সুবিধা আগামী 2030 এর মধ্যে তৈরি না হয়, তবে দেশে এই যুবরা পরবর্তী বছরগুলোতে কোনো উৎপাদনমূলক অবদান রাখতে পারবে না। সেক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়াও ভারত উৎপাদনশীলতার ক্ষেত্রে তার বিশাল জনতাত্ত্বিক বা ডেমোগ্রাফিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারে বলে স্টেট ব্যাংকের গবেষণা দাবি করেছে।
ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আই. এম.এফ) ভারতকে একটি নিম্ন মাধ্যমিক আয়ের দেশ হিসেবে অনুসূচিত করেছে। আয়. এম.এফ উন্নত দেশের মান বোঝাতে পার কাপিটা ইনকাম ব্যক্তি পিছু 12,236 $ স্থির করেছে, যেখানে ভারতের এই মুহূর্তে ব্যক্তি পিছু পার কাপিটা আয়ের পরিমান 1006 $ এবং 3955 $.
অর্থনীতিবিদদের মতে, বাজারের সঞ্চালন বাড়ানোর জন্য নাগরিকদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে যে ব্যাপক শ্রমশক্তি ভারতে প্রতিবছর তৈরি হয় তাকে কাজে লাগানোর বিষয়ে সরকারের নীতি নির্ধারকদের দ্রুত পদক্ষেপ করতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here