শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
পড়ে থাকা জমি বা পুরনো বাড়ির বাসিন্দাদের ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে উচ্ছেদ করে সেখানে প্রোমোটিং করার চক্রান্তের শিকার হয়েছেন অনেকেই। এই ধরনের ঘটনার পিছনে থাকে অনেক ক্ষেত্রে রাজনৈতিক ইন্ধনও। এরকমই এক মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হতে হল এক মহিলাকে।

নিজের পুরনো বসতবাড়ি ছাড়তে না চাওয়ায় নিজের এলাকাতেই টেনে হিঁচড়ে বার করে বিবস্ত্র করে মারধর করা হল ওই মহিলাকে। রাস্তায় দাঁড় করিয়ে রেখে বেধড়ক মারধর করল অভিযুক্ত প্রমোটারের সঙ্গীরা। ঘটনার পর নিগৃহীতার স্বামী পাটুলি থানায় অভিযোগ করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
জানা গিয়েছে, পাটুলির রেলগেটের কাছে ওই বাড়িতে বাস এক বৃদ্ধ দম্পতির। ভাল জায়গায় হওয়ায় প্রোমোটিং করলে প্রচুর লাভ হবে, এই আশায় বহুদিন ধরেই ওই বাড়ির উপর নজর ছিল এলাকারই এক প্রমোটারের।
এর আগেও একাধিক বার বাড়িটি ছেড়ে দিতে বলে দলবল নিয়ে এসে হুমকি দিয়েছে ওই যুবক। কিন্তু তাতেও ওই দম্পতি বাড়ি ছাড়তে রাজি হননি।
আরও পড়ুনঃ রাতের শহরে মহিলাকে জোর করে গাড়িতে তুলে হেনস্থার চেষ্টা, বাঁচালেন প্রতিবাদী দম্পতি
জানা গিয়েছে, শনিবার ফের বাড়ি লিখিয়ে নেওয়ার জন্য সঙ্গে দু’জন মহিলাকে নিয়ে ওই বধূর বাড়িতে যায় অভিযুক্ত প্রমোটার। সেই সময় বাড়িতে ছিলেন না মহিলার স্বামী। আর সেটা জেনেই এসেছিল অভিযুক্ত ওই প্রোমোটার। এসেই ফের বাড়ি লিখে দেওয়ার জন্য হম্বিতম্বি শুরু করে সে।
আরও পড়ুনঃ তপসিয়ায় যুবক খুন রহস্যে ধৃত দাদা-কাকিমা, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
মহিলা আগের মতো রাজি না হওয়ায় প্রোমোটারের সঙ্গে থাকা ২ মহিলা টেনে হিঁচড়ে ঘর থেকে ওই বধূকে রাস্তায় নিয়ে যায়। সেখানেই তাঁর ব্লাউজ-শাড়ি ছিঁড়ে দিয়ে নগ্ন করে বেধড়ক মারধর করা হয়। তবে স্থানীয় মানুষজন দেখলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি।
সন্ধ্যায় বাড়ি ফিরে গোটা ঘটনা শুনে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার স্বামী। প্রোমোটারের সঙ্গে স্থানীয় রাজনৈতিক যোগাযোগের কারণেই ওই গৃহবধূকে বিপদের সময় কেউ সাহায্য করেনি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। সম্মানহানি তো হয়েইছে, আদৌ তারা সুবিচার পাবেন কিনা সেই আশায় রয়েছেন ওই দম্পতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584