কানপুরে রাষ্ট্রপতির কনভয়ে আটকে সময়ে হাসপাতালে পৌঁছতে না পেরে মৃত্যু এক মহিলার

0
72

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

উত্তরপ্রদেশের কানপুরে তিনদিনের সফরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় রেলপথ থেকে সড়কপথ। কানপুর ঢোকার সময়ই রাষ্ট্রপতির কনভয়ে আটকে হাসপাতালে পৌঁছতে না পেরে মৃত্যু হল এক মহিলার। ওই মহিলা ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ইন্ডাস্ট্রিজের কানপুর মহিলা শাখার প্রধান বন্দনা মিশ্র।

Kanpur Incident | newsfront.co
ছবি সৌজন্যেঃ টুইটার

মর্মান্তিক এই ঘটনায় বন্দনা মিশ্রের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। কানপুরের পুলিশ সুপার অসীম অরূণ টুইট করেছেন, ‘বন্দনা মিশ্রের মৃত্যুর ঘটনায় ক্ষমাপ্রার্থী কানপুর পুলিশ। ভবিষ্যতে এটি আমাদের জন্য এক বড় শিক্ষা। আমরা শপথ করছি, যান চলাচলের এমন ব্যবস্থা করব যাতে সাধারণ মানুষ ন্যূনতম সময়ে নিজের গন্তব্যে পৌঁছাতে পারে। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।’

তিনি আরও জানিয়েছেন যে, রাষ্ট্রপতিও এই ঘটনায় খুবই ব্যথিত। তিনি কানপুরের পুলিশ কমিশনার ও জেলাশাসককে ফোন করে পুরো ঘটনাটি জেনেছেন। এবং নির্দেশ দিয়েছেন পুলিশ অফিসাররা যেন ব্যক্তিগতভাবে মৃতার পরিবারের সঙ্গে দেখা করে শোকবার্তা জানান।

সূত্রের খবর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কানপুর মহিলা শাখার প্রধান ছিলেন বন্দনা মিশ্র, বয়স হয়েছিল ৫০ বছর। কিছুদিন আগেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। আর সেই সময়ই যাচ্ছিল রাষ্ট্রপতির কনভয়। পুলিশ আটকে দেয় তার গাড়ি। ফলে যানজট কাটিয়ে হাসপাতালে পৌঁছতে দেরি হলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ দেশজুড়ে কৃষক আন্দোলনের সাত মাস পরেও অধরা সমাধানে বিক্ষোভ কর্মসূচি দিল্লিতে

এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এক উচ্চপদস্থ পুলিশ অফিসারকে। এছাড়া গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে ১ সাব-ইনস্পেক্টর ও ৩ কনস্টেবলকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here