শ্যামল রায়, কালনাঃ
শনিবার রাতে সর্প দংশনে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম সুজাতা বাগ ( ৪২ ), বাড়ি নাদনঘাট থানার বকপুর পঞ্চায়েতের মুরুইডাঙ্গা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাল রাত প্রায় ১০ টা নাগাদ নিজের ঘরে বসে টিভিতে সিরিয়াল দেখার সময়ে একটি সাপ ইঁদুরকে তাড়া করছিল ঠিক সেই সময়ে ইঁদুর পালিয়ে গেলে সামনে থাকা মহিলাকে পর পর তিন বার তাঁর বা হাতে ছোবল মারলে সেখানেই লুটিয়ে পড়ে ভদ্র মহিলা। সেখান থেকে তাড়াতাড়ি করে কালনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আজ কালনা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এই ধরনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584