নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আমরা অনেকেই নিজের জন্মদিন জাঁকজমকভাবে উদযাপন করার চেষ্টা করি। বাড়িতে বড়ো কেক কেটে খাওয়া দাওয়ার মাধ্যমে আনন্দ করে কাটাই। কিনতু ভগবানগোলার বাসিন্দা দিয়া তার স্বামীর জন্মদিনের আনন্দ ভাগ করে নিল অসহায় দুঃস্থ শিশুদের মাঝে।

জেলার সদর শহর বহরমপুর ট্রেকার স্ট্যান্ডের পাশে অনেক আদিবাসীদের বসবাস। আর আজ সেখানে গিয়ে শিশুদের হাতে খাবারের প্যাকেট তুলে দেয় দিয়া। দিয়া জানান, আমরা তো নিজেদের জন্মদিন উদযাপন করতে কোনো কমতি রাখিনা কিনতু এই অসহায় দুঃস্থ শিশুদের সেইরকম ব্যবস্থা নেই। আমরা বাড়িতে প্রতিদিন ভালো খাবার খাই আজ না হয় এই অসহায় দুঃস্থ শিশুদের মুখেও একটু ভালো খাবার তুলে দিলাম।

অন্যদিকে নিজের জন্মদিনে স্ত্রীর কাছ থেকে এইরকম উপহার পেয়ে খুশি স্বামী রাশিন। তিনি বলেন, অনেক জন্মদিন এর আগে বাড়িতে উদযাপন করেছি বন্ধু পরিবারের সঙ্গে। কিনতু এই বারের জন্মদিন উদযাপন মনে রাখার মতন। তিনি বলেন, খুশি ভাগ করে নিলে খুশি বাড়ে তাই কিছুটা খুশি না হয় আজ আমরাও ভাগ করে নিলাম এই অসহায় শিশুদের মধ্যে। তাদের এই সৎ প্রচেষ্টাকে আসুন আমরা সাধুবাদ জানাই ও আমরাও আমাদের খুশি ভাগ করে নিই অসহায় দুঃস্থ মানুষদের সঙ্গে।
আরও পড়ুনঃ একাধিক ট্রেনের স্টপেজ ও ভাড়া বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে ডেপুটেশন সালার যুব তৃণমূলের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584