ডাক্তার দেখাতে আসার পথে রাস্তাতেই প্রসব মহিলার

0
36

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

new born baby | newsfront.co
নিজস্ব চিত্র

গ্রাম থেকে রায়গঞ্জ শহরে ডাক্তার দেখানোর জন্য স্বামীর সঙ্গে মোটর বাইকে চেপে আসার পথে রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মা ও শিশুকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে কুলিক সেতুর কাছে।

জানা গিয়েছে, স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠলে রায়গঞ্জের পানিশালা গ্রামের আকবর আলি তার স্ত্রী রেনু খাতুনকে মোটরবাইকে চাপিয়েই রায়গঞ্জে চিকিৎসকের কাছে নিয়ে আসছিলেন। কুলিক সেতুর কাছে পৌঁছনোর সময় রেনুর অসম্ভব প্রসব যন্ত্রণা ওঠে।

আরও পড়ুনঃ দুঃস্থদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা স্বেচ্ছাসেবী সংস্থার

আকবর বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নেন। স্থানীয় মহিলারাই রেনু খাতুনকে প্রসব করানোর ব্যবস্থা করেন। সেখানেই রেনু এক কন্যা সন্তানের জন্ম দেন। পরে স্থানীয় ভুটভুটি চালক রামচন্দ্রের সহযোগিতায় মা ও শিশুকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানাযায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here