নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করার জন্য গ্রেফতার করা হল স্ত্রীকে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ফতেপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম নূর মহম্মদ, বয়স আনুমানিক ৩১ বছর।
পরিবার সূত্রে জানা যায় কয়েক বছর আগে নন্দকুমার থানার ধান্যনগর গ্রামের বাসিন্দা নূর মহম্মদের সাথে ফতেপুর গ্রামের বাসিন্দা আসমা বিবির বিয়ে হয়। জানা গিয়েছে বিয়ের দুই বছর পর শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা দুলাল আলীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে আসমা বিবি।পরে এই ঘটনা জানাজানি হওয়ায়, গ্রামের সালিশি সভায় সম্মানহানি হয় দুলাল আলীর।
পরিবার-পরিজনদের অভিযোগ, এরপর হুমকি দেওয়া হয় নূর মহম্মদকে। জানা গিয়েছে ৪ দিন আগেই নিখোঁজ হয় নূর মহম্মদ। এরপর পরিবারের তরফ থেকে নন্দকুমার থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। এরপরেই পরিবারের সন্দেহ হয় আসমা বিবিকে।
আরও পড়ুনঃ খাসমহল সীমান্তে ১৮টি মহিষ উদ্ধার বিএসএফের
পরিবারের চাপে অবশেষে মুখ খোলে আসমা বিবি। এবং অভিযোগের ভিত্তিতে আসমা বিবিকে আটক করে নন্দকুমার থানার পুলিশ। তাকে জেরা করে পুলিশ জানতে পারে খুন করে শ্বশুর বাড়ির পাশেই পুঁতে দেওয়া হয়েছে নূর মহম্মদকে। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। তবে কিভাবে মারা হল নূর মহম্মদকে তা নিয়ে তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584