নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
এতদিন ফাইটার জেট চালাতে দেখা গিয়েছে মহিলাদের। এবার আগামী দিনে রাফালও চালাবেন মহিলারা পাইলটরা। ভারতীয় বায়ুসেনার সবথেকে আধুনিক এই যুদ্ধবিমানে মহিলা পাইলটদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এয়ারফোর্স।
এই মুহূর্তে বায়ুসেনায় ফাইটার জেট চালানোর জন্য কমিশনড মহিলা পাইলটের সংখ্যা ১০। তাঁদের মধ্যে থেকেই কয়েকজনকে ১৭ নং স্কোয়াড্রন গোল্ডেন অ্যারোজে অন্তর্ভুক্ত করা হবে। পুরুষ সহকর্মীদের সঙ্গেই রাফাল যুদ্ধবিমান চালাবেন তাঁরা। এই পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে অপারেশনাল ট্রেনিং চলছে আম্বালায়।
আরও পড়ুনঃ বিরোধীশূন্য রাজ্যসভায় বিল পাশ, অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ চাল-আলু-পেঁয়াজ
উল্লেখ্য, রাফালের সঙ্গে যুক্ত থাকছে মেটিওর মিসাইল সিস্টেম। এই মিসাইল সিস্টেমের রেঞ্জ বেশি। তাই বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন পাইলটদের। ভারতীয় বায়ুসেনার পাইলটের পদ ৪ হাজার ২৩১। প্রয়োজনের তুলনায় এখন তিনশোর বেশি পাইলট কম আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584