মনিরুল হক, কোচবিহারঃ
চিনের উহান থেকে আসা মারণ ভাইরাস করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। এদেশও তার ব্যতিক্রম নয়। ভাইরাসকে প্রতিহত করতে যখন প্রতিষেধক তৈরিতে ব্যস্ত চিকিৎসাবিজ্ঞানীরা, ঠিক তখন করোনার হাত থেকে বাচঁতে “করোনা পুজো”-র আয়োজন করলেন একদল মহিলা।
সোমবার এমনটাই দেখা গিয়েছে কোচবিহার জেলার দিনহাটা ব্লকের ১৬ নম্বর ওয়ার্ড।
জানা গেছে, এদিন সকালে উপোস থেকে মাটি খুড়ে তাতে লাড্ডু, জবাফুল, লবঙ্গ দিয়ে পুজো দেয় বেশ কিছু মহিলা। ওই মহিলাদের দাবি, পশ্চিমী রাজ্য গুলিতে কিছু মহিলারা এই পুজো উপাচার করে তাদের সোশ্যাল মিডিয়ায় পাঠিয়েছেন। যা দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন।
আরও পড়ুনঃ পুলিশ কর্মীদের জন্য স্বাস্থ্যপানীয় তুলে দিল বণিক সভা
ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় এদিন এই পুজোর আয়োজন করা হয় বলে মহিলারা জানান।
এক মহিলা জানান, ‘দেশের সুস্থ কামনা করে আমাদের এই পূজা।’ তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও, যাতে দেখা যাচ্ছিল কিছু মহিলা একটি ফাঁকা মাঠে গর্ত খুড়ে পুজা করেছিল। তারপর আমারও মহিলারা মিলে এই পূজা করবে বলে সিদ্ধান্ত নিলাম।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584