ওয়েবডেস্কঃ
অফিসের মধ্যেই মহিলা রাজস্ব আধিকারিককে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল। ঘটনাস্থল তেলেঙ্গানার আব্দুল্লাপু্রমেট। ঘটনায় নিহত রাজস্ব আধিকারিকের নাম বিজয়া রেড্ডি, অপরপক্ষে অভিযুক্ত জমির মালিকের নাম সুরেশ মুদিরাজু।
সোমবার বিকেলে হঠাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে দৌড়ে অফিস থেকে বেরিয়ে আসছেন এক মহিলা রাজস্ব আধিকারিক। সারা গায়ে জ্বলছে দাউ দাউ করে আগুন। শুধু তাই নয় অভিযুক্ত সুরেশের শরীরেও আগুন। ঘটনায় হতচকিত হয়ে যান অফিস চত্বরে উপস্থিত কর্মী ও জনগণ। শেষ পর্যন্ত সুরেশকে বাঁচানো সম্ভব হলেও রাজস্ব আধিকারিক বিজয়া রেড্ডিকে বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সোমবার বিকেলের দিকে জমির নথিপত্র নিয়ে অফিসে ঢোকেন সুরেশ মুদিরাও। এর মোটামুটি আধঘন্টা পরে সেই ভয়ানক দৃশ্য। সহকর্মীরা বিজয়াকে কম্বল চাপা দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের বয়ান অনুযায়ী অভিযুক্ত সুরেশ একটি কেরোসিনের বোতল নিয়েই বিজয়ার ঘরে ঢোকেন। কোনো স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায়ও এই কাণ্ড ঘটেনি বলে মনে করছেন রচাকোন্ডার পুলিশ কমিশনার মহেশ ভাগবত। তাঁর মতে পরিকল্পনা করেই এসেছিলেন সুরেশ। তিনি আরো জানান যে অন্য কারুর নির্দেশে সুরেশ এই ঘটনা ঘটিয়েছে কিনা পুলিশ তদন্ত করে দেখবে। সুরেশের শরীরেও প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে।
ঘটনার প্রকাশে উল্লেখ থাকে যে অভিযুক্ত সুরেশ বারবার অফিসে ঘুরেও জমির নথির ভুল শুধরাতে পারেননি। এমনকি আদালতের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি। সম্প্রতিক তেলেঙ্গানায় জমির দলিলপত্র রেকর্ড ও ডিজিটালাইজেশনের কাজ চলছে। সেখানে উঠে এসেছে নানা ধরনের দুর্নীতির চিত্র, অভিযোগ উঠেছে বিভিন্ন আমলাদের বিরুদ্ধেও। ক্ষুব্ধ সাধারণ রাজ্যবাসীও।এমনকি মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে সাম্প্রতিক বিবৃতি দিয়ে জানাতে হয়েছে যে তিনি রাজ্যবাসীর অভিযোগ খতিয়ে দেখার ব্যবস্থা করবেন।
ইতিমধ্যেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তেলেঙ্গানা সরকারি কর্মীদের মধ্যে। আতঙ্কিত বিজয়ার সহকর্মীরা তাঁর মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধও করেন। শুধু তাই নয়- ঘটনায় সরকারি কর্মীদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584