হায়নার সঙ্গে লড়ে প্রাণে বাঁচলেন মহিলা

0
90

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

Woman survived fighting with Hyena
রেবতী চালক। নিজস্ব চিত্র

ছাগল চড়াতে গিয়ে হায়নার সঙ্গে লড়াই করে নিজের জীবন বাঁচালেন এক মহিলা।তবে ওই ঘটনায় জখম হয়েছেন মহিলা।হায়নার হামলায় দুটি ছাগল মারা গিয়েছে।রবিবার ঝাড়গ্রাম থানার লোধাশুলি অঞ্চলের ডহৎমূলের জঙ্গলের ঘটেছে এই ঘটনা।প্রায় ঘন্টাখানেক হায়নার সঙ্গে লড়াই করে নিজের প্রাণ বাঁচিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন বছর পঁয়তাল্লিশের রেবতী চালক নামে ওই মহিলা।বন দপ্তরের এক আধিকারিক বলেন,’নেকড়ে,খেঁকশিয়াল, হায়না,বাঘরোল সহ মোট পাঁচখানা বন্য জন্তুর ছবি দেখিয়েছিলাম।উনি হায়নাটিকে শনাক্তকরণ করেছিলেন।তারপর উনাকে হাসপাতাল যেতে বলেছিলাম।পরে খোঁজ নিয়ে জানতে পারি উনি যাননি।তারপর গাড়ি ভাড়া করে রাতে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল।’

আরও পড়ুনঃ গ্রাম থেকে উদ্ধার জ্যান্ত হায়না

সোমবার হাসপাতাল সুপার মলয় আদকের উপস্থিতিতে ওই মহিলাকে অ্যান্টি রেবিস প্রতিষোধক দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here