নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
স্বামীর সঙ্গে বিবাদের জেরে এদিন শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের বাঞ্চাভিটা এলাকায় দুই কন্যা সন্তানকে কোলে নিয়ে স্থানীয় স্বর্ণমতি নদীতে ঝাঁপ দেয় এক মহিলা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত্যু হয় ওই দুই শিশুকন্যার।
তারা খুনিয়া পুকুর এলাকার বাসিন্দা। মৃত দুই শিশুর নাম নমিতা বাস্কে ও সংগীতা বাস্কে। জানা গিয়েছে যে এদিন লক্ষ্মী সোরেন (বাস্কে) তার দুই শিশুকন্যার গলায় ওরনা বেঁধে নদীতে ঝাঁপ দেয়। তবে বর্ষার জলে ভরা স্বর্ণমতি নদীতে তলিয়ে যায় ওই দুই শিশু।
এরপর স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে। এবং খবর দেয় পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খড়িবাড়ি থানার পুলিশ।
আরও পড়ুনঃ মাথাভাঙায় নিঁখোজ ব্যক্তির দেহ উদ্ধার
এরপর পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় দুই শিশুকে উদ্ধার করা হয় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অপরদিকে মৃত ওই দুই শিশুর বাবা মঙ্গল বাস্কে ও মা লক্ষী সোরেনকে খড়িবাড়ি থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584