নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের হেটমুড়ি সিংহীঝোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবডাঙ্গি এলাকায় ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের দাবিতে এদিন ফের ফাঁসিদেওয়া বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন ওই এলাকার মহিলারা।
স্থানীয় মহিলাদের অভিযোগ যে, গতবছর বর্ষার কারণে তলিয়ে যায় শিবডাঙ্গি এলাকার সেতুটি। এর ফলে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়ে তুরিভিটা,কামরাঙ্গা গুড়ি,বৈরাগীনি,শিবডাঙ্গি চারটি গ্রামের কয়েক হাজার মানুষের। এমনকি বহুবার প্রশাসনকে জানানো হলেও কোন রকম সুরাহা হয়নি ।
অবশেষে বাধ্য হয়ে গত মাসের ২৫ তারিখে বিডিওকে একটি স্মারকলিপি দেওয়া হয়। বিডিও আশ্বাস দেন, সমস্যার সমাধান হবে কিন্তু প্রায় ১৩ দিন হতে চলল এখনও পর্যন্ত কোন সমাধান হয়নি। তাই এদিন ফের বিক্ষোভ দেখালাম। বিডিও আশ্বাস দেন যে আগামী কাল থেকে কাজ শুরু হবে। এরপরেও যদি কাজ শুরু না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব।
আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে পথ অবরোধ বিজেপির
এই বিষয়ে ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার বলেন যে, সেতুটি বড় হওয়ার কারণে ব্লকের তরফ থেকে মেরামত করা সম্ভব নয়। তাই আপাতত যাতে ওই এলাকার মানুষজন যাতায়াত করতে পারে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে।
এর পাশাপাশি তিনি আরও বলেন, যেহেতু অল্প ফান্ডের মধ্যে কাজটি হচ্ছে তাই কিছুলোক কাজে বাধাও দিচ্ছে। আর এই মূহুর্তে ৫ থেকে ১০ লক্ষ টাকা দিয়ে সেতু করা সম্ভবও নয়। তবে এইটুকু বলতে পারি যাতায়াতের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584