নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের হেটমুড়ি সিংহীঝোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবডাঙ্গি এলাকায় ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের দাবিতে ফাঁসিদেওয়া বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন ওই এলাকার মহিলারা। তাদের অভিযোগ যে গতবছর জুন মাসে বর্ষার কারণে তলিয়ে যায় সেতুটি। এর ফলে জাতীয় সড়কের সঙ্গে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়ে তুরিভিটা,কামরাঙ্গা গুড়ি,বৈরাগীনি,শিবডাঙ্গির চারটি গ্রামের কয়েক হাজার মানুষের। এই বিষয়ে বহুবার প্রশাসনকে জানানো হলেও কোনো রকম সুরাহা মেলেনি।
অবশেষে বাধ্য হয়ে এদিন ওই এলাকার গ্রামের মহিলারা একত্রিত হয়ে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। এবং ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। এই বিষয়ে ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার জানান সেতুটি বড় হওয়ার কারণে ব্লকের তরফ থেকে করা সম্ভব নয়।
আরও পড়ুনঃ কাটল জোটের জট, আসন রফায় এগিয়ে কংগ্রেস
তাই শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে সেতুটির কাজ শুরু করা হবে। এবং আপাতত যাতায়াতের জন্য বিকল্প কোন রাস্তা বের করা হবে গ্রামবাসীদের সুবিধার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584