লকডাউনে দুঃস্থদের সাহায্যে প্রমিলা বাহিনী

0
39

সায়নিকা সরকার, মালদহঃ

লকডাউনে এবার দুঃস্থদের পাশে দাঁড়ালেন মহিলারাও। লকডাউন শুরু থেকে পুলিশ-প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, কেউ আবার ব্যক্তিগত উদ্যোগেই খাদ্য সামগ্রী বিলি করে চলেছেন এই সঙ্কটজনক মুহুর্তে। এবার দুঃস্থদের সাময়িক খাদ্য জোগানে এগিয়ে এলেন মহিলারা।

women community support to unprivileged in lockdown | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার মালদহের চাঁচল ব্লক এলাকার “কলিগ্রাম সংকল্প মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতি” ও সিএসপি-র তরফে ত্রান বিলি করা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ পেটের জ্বালায় শেষ ভরসা ডাস্টবিনের পচা খাবার

এদিন মহিলা সমিতির সদস্যা মিনু খাতুন, মাফুজা খাতুন,লক্ষী দাস ও আলেরা খাতুন জানিয়েছেন, রেশনে চাল পেয়েছে সবাই। তাই আমরা প্রয়োজনীয় হিসেবে আলু, ডাল, লবণ, সয়াবিন সহ মশলা জাতীয় দ্রব্য তুলে দিয়েছি শতাধিক দুঃস্থ মহিলাকে।

কলিগ্রাম মহারাজতলায় একটি ত্রান শিবির করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিলি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here