গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
রামের দেশে পেট্রোলের দাম নব্বই পার, সীতার দেশ নেপাল এবং রাবণের দেশে সে দাম অর্ধেক। তাহলে এই কি ছিল আচ্ছে দিনের নমুনা?সিলিন্ডারের ভর্তুকি বন্ধ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মায়ের রান্নাঘর’ নামে অপপ্রচার চালাচ্ছে – ইত্যাদি নানান অভিযোগে এদিন সিলিন্ডার হাতে নিয়ে প্রতিবাদ করলেন মহিলা কংগ্রেস কর্মীরা৷
উল্লেখ্য, এর আগেও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছিল কংগ্রেসের নেতাকর্মীরা। পেট্রোপণ্য , গ্যাস, এবং অতিপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকেই দায়ী করে প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা।
আরও পড়ুনঃ আলুর বন্ড বিতরণে কালোবাজারি, রাস্তা অবরোধ করে বিক্ষোভ
এই বিক্ষোভে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন কর্মী সমর্থকরা।কর্মীদের অভিযোগ , কেন্দ্রীয় সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, তেল , রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে।
কংগ্রেসের অভিযোগ ২০১৪ সালে কংগ্রেসের আমলে যে গ্যাস চারশো টাকা ছিল সেই গ্যাস এখন প্রায় ৯০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। এতে নাভিশ্বাস উঠছে গৃহস্থের। পেট্রোলের দাম একশো ছুঁইছুঁই। এসবের বিরুদ্ধেই আজ তাদের এই প্রতিবাদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584