নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পারিবারিক অশান্তির জেরে গায়ে কেরসিন তেল ঢেলে আগ্নিদগ্ধ আবস্থায় মৃত্যু হল এক গৃহবধূর।স্ত্রীকে বাঁচাতে গিয়ে আগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিকেলে চিকিৎসাধীন স্বামী। শুক্রবার রাতে মালদহের বামোনগোলা থানার রাঙাপুকুর গ্রামে ঘটনাটি ঘটেছে।ঘটনায় শোকের ছায়া পরিবারে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম মনু রায়।স্বামী শৈলেন রায় আগ্নিদগ্ধ অবস্থায় মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।বাড়ি বামোনগোলা থানার রাঙাপুকুর গ্রামে।জানা গিয়েছে প্রায় তেরো বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি মনসাদহ গ্রামের বাসিন্দা মনু রায়ের সঙ্গে বিয়ে হয় শৈলেন রায়ের। বর্তমানে তাদের পরিবারে দুই ছেলে মেয়ে রয়েছে।শৈলেন রায় পেশায় কৃষক। জানা গিয়েছে টাকা পয়সা ও সংসার খরচ নিয়ে গত তিন দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। তারি জেরে মানসিক অবসাদের জেরে শুক্রবার রাতে গায়ে কেরসিন ঢেলে অগুন দিয়ে আত্মঘাতীর চেষ্টা করে গৃহবধূ।তাকে বাঁচাতে ছুটে আসে স্বামী। ঘটনায় দম্পতি আগ্নিদগ্ধ হয়ে পড়লে স্থানীয় ও পরিবারের লোকেরা তাদের উদ্ধার করে স্থানীয় মুদিপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে য়ায। সেখানে তাদের অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকেরা তাদের মালদহ মেডিকেলে রেফার করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গৃহবধূর।গুরুতর জখম আবস্থায় মালদহ মেডিকেলে চিকিৎসাধীন স্বামী।
আরও পড়ুন: পিকআপ ভ্যানের সাথে ধাক্কা জেলাশাসকের গাড়ির
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584