দক্ষিন দিনাজপুর জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা

0
85

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

জেলায় মহিলা ফুটবল প্রসারের লক্ষে বালুরঘাটে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিন দিনাজপুর জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা।দক্ষিন দিনাজপুর ক্রীড়া সংস্থার পরিচালনায় ও স্থানিও স্যতকার সমিতির ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপি এই চ্যাম্পিয়নশীপ প্রতিযোগীতা বালুরঘাট শহরের ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানে অনুষ্ঠিত হচ্ছে।

ছবি-নিজস্ব

স্যতকার সমিতির কালচারাল সম্পাদক অনুপ মজুমদার এই বিষয়ে জানিয়ে বলেন, আজকাল মহিলারা নানা বিষয়ে তাদের পারদর্শীতায় নিজেদের সাফল্য অর্জন করছে। সেদিকে লক্ষ রেখে এবং জেলায় মহিলাদের মধ্যে এ এই খেলার প্রসার ঘটানোর লক্ষে তারা জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। প্রতিদিন দুপুর ২টায় এই খেলা শুর হবে। ইতিমধ্যে গঙ্গারামপুরে দুটি খেলা অনুষ্ঠিত হয়ে গেছে, কুশুমন্ডিতে চারটি খেলা হবে।

পাশাপাশি বালুরঘাটে আজকের শুরুর দিন থেকে ছয়টি ফুটবল ম্যাচ খেলা হবে।তিনি আরও বলেন, বালুরঘাটে অনুষ্ঠিত এই মহিলা ফুটবল চ্যাম্পিয়্যনশীপে মোট ১২টি মহিলা দল অংশ গ্রহন করছে।বালুরঘাট ও হরিরামপুর ব্লকের অমৃতক্ষন্ড এ এস সংঘ ও হরিরামপুর ব্রাদাস ফুটবল একাডেমী, লালপুর যুব কল্যান সংঘ ও অযোধ্যা ফুটবল একাডেমী, লাকমা চৌরংগী ক্লাব ও ভবানীপুর ত্রীশক্তি সংঘ, গোপালপুর স্পোর্টিং একাডেমী ও সরকার কোচিং একাডেমী।এই আটটি দল দুপুর থেকে একে অপরের বিরুদ্ধে খেলবে।এদের ভিতর থেকে যে দুটি দল জিতবে।তাদের সাথে গঙ্গারামপুর ব্লকে অনুষ্ঠিত খেলায় দুটি দল লেডি বার্ড ঠোঙ্গাপাড়া ও সুজিত ফুটবল একাডেমীর মধ্যে যারা জিতবে এবং কুশুমন্ডি ব্লকে অনুষ্ঠিত সরলা ফুটবল একাডেমী ও ওয়াই এম এ একাডেমী’র মধ্যে খেলায় যারা জয়ী হবে তাদেরকে নিয়ে আগামীকাল বালুরঘাটে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সেমিফাইনালে যারা জীতে আসবে সেই দুই দলকে নিয়ে রবিবার বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
আজকের এই ফুটবল টুর্নামেন্ট প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সহ জেলা প্রশাসনের অনান্য আধিকারিকরা।এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য শহরের প্রচুর ক্রীড়া প্রেমীরা হাজির ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here