ফাঁসিদেওয়ায় মদের ঠেক ভাঙল প্রমিলা বাহিনী

0
76

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মলিপাল- কান্তিভিটায় প্রচুর পরিমাণে চোলাই মদের ঠেক নষ্ট করল ওই এলাকার মহিলারা।

women force destroyed alcohol shop | newsfront.co
নিজস্ব চিত্র

তাদের অভিযোগ যে,এলাকার বেশিরভাগ লোকজন চা বাগান ও দিনমজুরের কাজ করে জীবন যাপন করেন। কিন্তু রাত নেমে আসলেই পুরুষেরা চোলাই মদের ঠেকে নিয়ে হাজির হয়। যার ফলে মহিলাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এমনকি বড়দের খাওয়া দেখে ছোটরাও শিখে যাচ্ছে। এই বিষয়ে বহুবার পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি।

women force destroyed alcohol shop | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সরকারি বালিকা আবাস থেকে নিখোঁজ দুই কিশোরী

তাই এদিন প্রশাসনকে ছাড়াই এলাকার সমস্ত মহিলারা মিলে একটি দল গঠন করেন নিজেদের সংসার বাঁচানোর স্বার্থে সেই চোলাই মদের ঠেকে হানা দেয়। নষ্ট করে দেন প্রচুর পরিমাণে চোলাই মদ। এমনকি হুঁশিয়ারি দিয়ে আসেন। যাতে ভবিষ্যতে সেই এলাকায় যেন কোন চলাই মদের ঠেক না বসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here