অমিত শাহের সামনেই সিএএ-র প্রতিবাদ, ঘরছাড়া দিল্লি হাইকোর্টের আইনজীবী

0
943

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

দিল্লির লাজপতনগরের একটি এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাড়ি বাড়ি গিয়ে সিএএ, এনআরসি সম্পর্কে ক্যাম্পেন করাকালীন, ওই এলাকারই দুই নিবাসী সরকার বিরোধী মন্তব্য করায় তাদের বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হল।

Surya Rajappan | newsfront.co
সূর্যা রাজাপ্পন। চিত্র সৌজন্যঃ দ্য নিউজ মিনিট

দিল্লির লাজপতনগরের একটি বাড়ির ছাদ থেকে এক মহিলা আইনজীবী ও তার রুমমেট অমিত শাহের ক্যাম্পেন চলাকালীন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে জোরে চেঁচিয়ে বলে, “উই রিজেক্ট সিএএ”; অর্থাৎ ‘আমরা সংশোধিত আইন বাতিল করছি।’ সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই তাদের বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়।

‘দ্য নিউজ মিনিট’ গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে দিল্লি হাইকোর্টে কর্মরত আইনজীবী, সূর্যা রাজাপ্পন জানান, “এটি একমাত্র উপায় ছিল আমার আওয়াজ প্রত্যক্ষভাবে অমিত শাহের কাছে পৌঁছানোর। পুরো বিষয়টি একদমই পূর্ব পরিকল্পিত ছিল না।

আরও পড়ুনঃ শিক্ষার্থীদের দিয়ে সিএএ-র সমর্থনে অভিনন্দনপত্র লেখাল গুজরাটের স্কুল

একদম সেই মুহূর্তেই আমার মুখ দিয়ে ওটা বেরিয়ে যায়। আমি ভাবছিলাম জীবনে এরকম সুযোগ বারবার আসে না। ওই মুহূর্তে ওরকম না করলে আমি হয়তো আমার বিবেকের কাছে জবাবদিহি করতে পারতাম না।”

সূর্যা আরও জানায় যে প্রায় ১৫০ জন বিজেপি ভক্তের ‘প্রচার প্যারেড’, দু’জন মেয়ের প্রতিবাদে ঘাবড়ে গিয়েছিল।

এমনকী আমাদের ব্যালকনি থেকে টাঙ্গানো প্রতিবাদ ব্যানারটিও তারা ছিঁড়ে দেয় ও তারপর নিয়ে চলে যায়। তবে এখানেই ক্ষান্ত হয়নি বিজেপি ভক্তেরা, সিঁড়ি দিয়ে উপরে উঠে তাদের দরজায় বারবার ধাক্কা দিতে থাকে যতক্ষণ না তারা দরজা খোলে। এরপর পুলিশ এসে পরিস্থিতিতে হস্তক্ষেপ করে।

আরও পড়ুনঃ সোনিয়ার ডাকা সিএএ বিরোধী বৈঠক বয়কট মমতার

এরপর সূর্যার বাবা একজন পুলিশ অফিসারের সহায়তায় সূর্যাদের ঘর খুলে ঢোকে। ততক্ষণে বাড়িওয়ালা সূর্যা এবং তার রুমমেটকে ঘর খালি করার নির্দেশ দেয়। সাত ঘণ্টা সময়ের ব্যবধানে নিজেদের বাক্স প্যাটরা গুছিয়ে ঘর খালি করে সেই বাড়ি ছাড়তে হয় দিল্লি হাইকোর্টের আইনজীবি এবং তার রুমমেটকে।

বাড়িওয়ালা এই প্রসঙ্গে বলেন, এমনিতেও প্রথম থেকে তিনি চাইতেন না, তাদের ঘর ভাড়া দিতে। তাছাড়া ঘর ভাড়া নেওয়ার বার্ষিক চুক্তির তারিখ সামনেই ছিল, তাই তাদের ঘর ফাঁকা করার নির্দেশ তিনি। পাশাপাশি তিনি এও বলেন, কোনও রাজনৈতিক ঝামেলাতেই তিনি পড়তে চান না।

সূর্যা এবং তার রুমমেট ইতিমধ্যেই পুলিশে একটি এফআইআর দায়ের করেছেন উন্মত্ত জনতার বিরুদ্ধে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here