রাজ্যের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য মহিলা তৃণমূলের

0
30

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা ও আমপান মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ৮০০০ টাকা আর্থিক সাহায্য দিল গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস।

women tmc congress donate money to state government fund | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার গঙ্গারামপুর ব্লকের ভারপ্রাপ্ত বিডিও সুরেশ কুমার জগতের হাতে তুলে দেওয়া হলো এই আর্থিক সাহায্যের চেকটি। উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিঠু জোয়াদ্দার,গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস,গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শম্পা ঘোষ বিশ্বাস  সহ অন্যান্য মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুনঃ বহরমপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কয়েকশো মানুষকে সবজি বিতরণ

প্রসঙ্গত, করোনা ভাইরাসকে রুখতে গোটা দেশের সাথে রাজ্য জুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন। এর মাঝেই গত কয়েকদিন আগে রাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে আমপান ঝড়। যার জেরে ব্যাপক ক্ষতির সমূখীন হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি।

এবার সেই দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ৮০০০ টাকা দান করল গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস। এর আগে রাজ্য সরকারের ট্রেন তহবিলে আর্থিক সাহায্য প্রদান করেছে তৃণমূল কংগ্রেস। এবারে করোনা ও আমপান মোকাবিলায় এগিয়ে আসল গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here