নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দিনভর সাধারন ত্রানের আশায় দাঁড়িয়ে থেকে সিভিক ভলান্টিয়ারের হাতে মার খাওয়ার অভিযোগ তুললেন মহিলারা। এই ঘটনায় শুক্রবার মহিলারা চোপড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। মহিলাদের অভিযোগ, সরকারিভাবে অনেককেই জেনারেল রিলিফ দেওয়া হচ্ছে এবং প্রচুর মানুষকে দেওয়া হয়েছে। সেই খবর পেয়েই শতাধিক মহিলা বিডিও অফিসের সামনে এদিন জমায়েত হন।

কিন্তু ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তাদেরকে কোনো ত্রান দেওয়া হয়নি বরং তাদেরকে মারধর করে সিভিক ভলান্টিয়াররা। এতে বেশ কয়েকজনকে স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ আলু ভর্তি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যেতেই বেরিয়ে পড়লো গাঁজা
চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্য জাকির আবেদীন বলেন, ঈদের জন্য সরকারিভাবে একটা জেনারেল রিলিফ দেওয়া শুরু হয়েছে। কিন্তু এখানে খুব ভিড় হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলতে বললেও তা মানছেন না কেউই। তাই অবিলম্বে বিষয়টির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584