মনিরুল হক, কোচবিহারঃ
মানব শত্রু করোনাকে রুখতে সরকার ঘোষণা করেছে লকডাউন। আর সেই লকডাউনের জেরেও আটকানো যাচ্ছেনা সংক্রমণ। যত দিন যাচ্ছে ততই বাড়ছে করোনা আতঙ্ক।
আতঙ্ক থাকলেও সচেতনতার অভাবে আসতে পারে বিপদ! সেই আশঙ্কা নিয়ে এবার একাধিক গ্রামের মূল রাস্তা পোস্টার, ব্যানার লাগিয়ে বাঁশের বেড়া দিয়ে আটকে দিলেন স্বনির্ভর দলের মহিলারা৷ বুধবার কোচবিহার জেলার মাথাভাঙার হাজরাহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন ঘটনার দৃশ্য দেখা গেল।
জানা গেছে, হাজরাহাট গ্রাম পঞ্চায়েতে একাধিক গ্রামে স্বনির্ভর দলের মহিলারা গ্রামে ঢোকার রাস্তা বাঁশবেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছেন৷ সেখানে পোস্টারে লিখে দেওয়া হচ্ছে “লকডাউন গ্রাম, আপনি ঘরে ফিরে যান, আমরা করানার সঙ্গে যুদ্ধ করছি”৷
হাজারাহাট গ্রাম পঞ্চায়েতের ১৩টি গ্রামে চলছে করানা ভাইরাস নিয়ে সচেতনা প্রচার৷ মূলত সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার, এবং সব সময় হাত মুখ সাবান দিয়ে ধুয়ে নেবার প্রচার সর্বদা চালিয়ে যাচ্ছেন৷
আরও পড়ুনঃ কেন ফিরিয়েছিল হাসপাতাল! উত্তর পাওয়ার পূর্বেই মৃত্যু পুলিশ অফিসারের
গ্রাম পঞ্চায়েতের তরফে “করোনা যোদ্ধা” টিম গঠন করা হয়েছে৷ এই টিমে যুক্ত রয়েছেন স্বনির্ভর দলের বেশ কিছু মহিলা৷ তারাই হাজরাহাট গ্রাম পঞ্চায়েত এলাকার করোনা মোকাবিলায় সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছেন৷
এদিন হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের মূল রাস্তা বন্ধ করে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন৷ গ্রামে যাতে অপরিচিত বা বাইরের মানুষ কোন মতেই প্রবেশ করতে না পারে এরজন্য এই উদ্যোগ৷
এই বিষয়ে স্বনির্ভর দলের মহিলাদের মধ্যে মল্লিকা বর্মণ, টিংকু সরকার জানান “স্বনির্ভর দলের মহিলারা মিলে তারা গ্রামের রাস্তা আটকে দিচ্ছেন যাতে অপরিচিত বাইরের কেউ গ্রামে না ঢোকে “৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584