পিয়া গুপ্তা, ওয়েবডেস্কঃ
অজানা এই পৃথিবীতে বহু কিছু আজও আমাদের জানার বাইরে। অজানা রহস্য ঘেরা এই পৃথিবীর ইংল্যান্ডের দেশের উত্তর সাগরের অবস্থিত একটি ক্ষুদ্রতম দেশ সিল্যান্ড। আপনারা জানলে হয়তো অবাক হবেন দেশটিতে কোন মাটি নেই ।
দুটো বড় স্টিলের পাইপের উপর এই দেশটির অবস্থান। দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে ১০ কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে।দৃষ্টিতে একটিমাত্র ঘর চোখে পড়বে এবং সেটাই এই দেশের রাজপ্রাসাদ।
আরও পড়ুনঃ করোনা প্রাদুর্ভাবে ব্রাজিলে পিছিয়ে গেল জনগণনা, ভারতেও উঠল দাবি
দেশটির রাজপ্রাসাদের উপরে পতাকা উড়তে দেখা যাবে। এই দেশটি পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম দেশ। এই দেশের মোট জনসংখ্যা হলো তিনজন। রাজ্যের রাজা রানী এবং তাদের রাজপুত্র এই নিয়েই দেশের জনবসতি। জানা যায় সিল্যান্ডে একবার অগ্নিকান্ড হয়।
সিল্যাণ্ড হলো পৃথিবীর একটি স্বাধীন সার্বভৌম দেশ। দৃষ্টি নিজস্ব পতাকা, পাসপোর্ট, মুদ্রা ,সবই রয়েছে। ক্ষুদ্রতম এই দেশটির মোট আয়তন ৫৫০ বর্গ মিটার। সিল্যান্ডের রাজধানী ও রয়েছে যার নাম এইচ এম ফোর্ট রাফস।
ক্ষুদ্র এই দেশটিতে নিজস্ব মুদ্রাও রয়েছে। মুদ্রার নাম সিল্যান্ড ডলার। তবে মজার ব্যাপার হলো এই দেশটিতে যে মুদ্রা প্রচলিত তা বাইরের কোন দেশে চলে না। বিভিন্ন জানা অজানা রহস্য নিয়ে ইংল্যান্ড এর উত্তর সাগরে এই দেশটির অবস্থান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584