তথ্যপ্রযুক্তি শিল্পে যুক্ত কর্মীদের ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি

0
53

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি সহায়ক শিল্পের কর্মীদের জন্য সুখবর। টেলিকম ডিপার্টমেন্ট আইটি ও আইটিইএস ইন্ডাস্ট্রিগুলিকে এ বছর ডিসেম্বর পর্যন্ত বাড়ি থেকে কাজ করার ছাড় দিচ্ছে ৷ করোনা সংক্রমণের জেরে সরকার আইটি সংস্থাগুলিকে জুলাই মাস পর্যন্ত বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছিল ৷

Work from home | newsfront.co
ফাইল চিত্র

কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখার পর আপাতত ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে টেলিকম সংস্থা ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ টেলিকম দফতর থেকে বলা হয়েছে, “দেশে করোনা পরিস্থিত উদ্বেগজনক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আইটি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।”

আরও পড়ুনঃ বন্যাদুর্গত অসমে মৃত ৮৭

এই সিদ্ধান্তে খুশি হয়েছে তথ্যপ্রযুক্তি শিল্প। উইপ্রোর চেয়ারম্যান রিশাদ প্রেমজি টুইট করে বলেছেন, “এখন কাজের পদ্ধতি বদলে ফেলতে হচ্ছে। প্রথম থেকেই আমাদের সাহায্য করছে সরকার। আমরা সরকারকে ধন্যবাদ দিচ্ছি।”

আরও পড়ুনঃ হাসিনা- ইমরান ১৫ মিনিটের ফোনালাপ

ন্যাসকমের তথ্য অনুযায়ী, এপ্রিলে দেশের আইটি সংস্থার প্রায় ৯০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করেছেন ৷ কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অনেকে মনে করছেন মহামারি শেষ হয়ে যাওয়ার পরও বেশ কিছু সংস্থা এই মডেলই ফলো করতে পারে ৷ কারণ এই মডেলে অফিসের জন্য আলাদা করে জায়গা লাগবে না। সরকার ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ ছাড় দেওয়ার পরে টুইট করে সরকারকে ধন্যবাদও জানান ন্যাসকম-এর প্রেসিডেন্ট দেবযানী ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here