নিজস্ব সংবাদদাতা, বোলপুরঃ
নিরাপত্তা বজায় রাখতে এবার বিশ্বভারতীতে চালু হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। বিশ্বভারতীতে মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ১৭ অগাস্ট ভাঙচুরের ঘটনা ঘটে। তারপর থেকেই বিশ্বভারতীর কর্মী ও আধিকারিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
যার জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু, তার ফলে প্রশাসনিক ও অ্যাকাডেমিক বিষয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল পড়ুয়া থেকে শুরু করে কর্মী, আধিকারিক সকলকেই।
আরও পড়ুনঃ কবিগুরুকে বহিরাগত তকমা উপাচার্যের, প্রতিবাদে ‘ঐক্য বাংলা’
তাই সেই সমস্যা মেটাতে সোমবার দুপুরে বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উপস্থিতিতে কর্মী ও আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশ্বভারতীর কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার বাড়ি থেকেই বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজকর্ম করা হবে। বিষয়টি জানিয়ে বিশ্বভারতীর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়।
আরও পড়ুনঃ স্কুল না খুলে পিছোতে পারে শিক্ষাবর্ষ, আলোচনা শুরু করল স্কুল শিক্ষা দফতর
ওই প্রেস বিজ্ঞপ্তিতে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় পাঁচিল বা ফেন্সিং দেওয়া কেন প্রয়োজন সেই বিষয়ও বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। অতীতে বিশ্বভারতীতে কবিগুরুর নোবেল পদক চুরি ও হস্টেলে ঢুকে ছাত্রীকে খুন করার মতো ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। তাই সবদিক বিচার করেই বিশ্বভারতীতে ওয়ার্ক ফ্রম হোম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584