নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বেতন বাকি,তাই কাজে যোগ দিল না চা বাগানের শ্রমিকরা।ঘটনা আলিপুরদুয়ার জেলার তুরতুরি চা বাগানের।
জানা গিয়েছে,আলিপুরদুয়ার ২ নং ব্লকের তুরতুরি চা বাগানে শ্রমিকের সংখ্যা ৫২৫ জন। মঙ্গলবার সকালে কোন শ্রমিকই কাজে যোগ দেননি। ২৬ জুন শ্রমিকদের মজুরি দেওয়া হয়ে হবে। মে মাসের শেষ সপ্তাহ ও জুনের প্রথম সপ্তাহ মিলিয়ে মোট ১৫ দিনের মজুরি দেওয়া হবে সেদিন।
কিন্তু এতে শ্রমিকদের মন গলে নি।তাদের অভিযোগ আগেরই দুই মাসের মজুরি বকেয়া শ্রমিকদের চলতি মে ও জুন মাসের মজুরিও বকেয়া।এই অবস্থায় বকেয়া মজুরি দেওয়ার ক্ষেত্রে নানান টালবাহানা করছে মালিকপক্ষ।ফলে বকেয়া পেলেই কাজে যোগ দেবেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান,এমত অবস্থায় শ্রমিকরা কিভাবে তাঁদের খাবার জোটাবে।ভুখা পেটে আর কতকাল বাগানে কঠোর পরিশ্রম করবে। শ্রমিকরা জানান প্রায় একবছর ধরে এই সমস্যা পোহাচ্ছে শ্রমিকরা কাজ করেও বেতন মিলছেনা।
পেটের জ্বালা মেটাতে কখনও বা বনকুল কখন ও বা জঙ্গল থেকে কাঠ সংগ্ৰহ করছে শ্রমিকরা।তাদের সাফ কথা ভুখা পেটে আর কাজ করা যাবেনা।তাদের দাবি সমস্যার স্থায়ী সমাধান করা হোক।
এদিকে বিষয়টি নিয়ে মঙ্গলবার বৈঠকের ডাক দিলেও মাত্র একটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত হওয়ার কারনে বৈঠক ভেস্তে গেছে। ফের বুধবার সকালে ফের ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে আলিপুরদুয়ার জেলা শ্রম দফতর।
আলিপুরদুয়ারের এসেসটেন্ট লেবার কমিশনার ঋত্বিক মুখার্জি বলেন,“মঙ্গলবার এই চাবাগানের সব শ্রমিক সংগঠন বৈঠকে না আসায় বৈঠক করা যায় নি।ফের সমস্যা নিয়ে বুধবার সকাল সাড়ে দশটায় বৈঠক ডাকা হয়েছে।বৈঠকে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবি
শেষ পাওয়া খবরে জানা যায়, আজকের বৈঠক নিষ্ফলা থেকে গেল।ম্যানেজমেন্ট ৫০০ টাকা অগ্রিম ২২ জুন ও বাদবাকি ২৬ জুন দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেয়। শ্রমিকদের দাবি সমস্ত বকেয়া মজুরি দেওয়ার দাবি করে, তাতে সভা ভণ্ডুল হয়ে যায়।শ্রমিকেরা কাজ বন্ধ থাকবে ঘোষণা করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584