নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা পরিস্থিতিতে বিগত দেড় বছর ধরে চলছে ‘ওয়ার্ক ফ্রম হোম’। বাড়িতে থেকে কাজ করতে করতে একঘেয়েমি গ্রাস করছে! চিন্তা নেই কলকাতার কর্মজীবনে এবার যোগ হতে চলেছে ‘ওয়ার্ক পড’। বাড়ির বাইরে অফিসের মতো পরিবেশে বসে কাজ করার জন্য হিডকো-র উদ্যোগ ‘হ্যাপি ওয়ার্কস ওয়ার্কিং পডস’ , চালু হবে চলতি মাসের ১৩ তারিখ থেকে।
হিডকো কর্তারা ইতিমধ্যেই সেরে ফেলেছেন স্থান পরিদর্শন। নিউ টাউনে নজরুল তীর্থ একশন এরিয়া ১ – এ চালু হবে কলকাতার প্রথম ওয়ার্ক পড। অন্য দুটি ওয়ার্ক পডের একটি হবে আউল জংশনের কাছে ও আরেকটি সংকল্প ৪ এর কাছে।
এবার দেখা যাক ওয়ার্ক পডে আপনি কি কি সুবিধা পাবেন। প্রথমত এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। পাবেন ওয়াই-ফাই এর সুবিধা, নিজের চেয়ার-টেবিল। সঙ্গে থাকছে একটি ক্যাফে কর্নার ও লাইব্রেরি। করোনাকালেও ১৮ জন একসাথে বসে কাজ করতে পারবেন এই ওয়ার্ক পডে এবং তা সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনেই।
আরও পড়ুনঃ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল শুক্রবার, সেপ্টেম্বরে শেষ হবে কাউন্সেলিং
এই এতকিছুর জন্যে খুব সামান্য গাঁটের কড়ি খরচ করতে হবে অবশ্য! ঘন্টা প্রতি ২০ টাকা খরচ করে কাটিয়ে ফেলতে পারবেন ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর একঘেয়েমি, মনে হবে যেন অফিসের পরিবেশ ফিরে পেয়েছেন দেড় বছর পরে।
আরও পড়ুনঃ সোনালী স্বপ্ন অধরা থাকলেও কুস্তিতে রুপো এনে দেশকে গর্বিত করলেন রবি দাহিয়া, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
হিডকো-র এক আধিকারিক জানালেন স্থানীয় সেলফ-হেল্প গ্রুপের সদস্যরা একটি লগ বুকে হিসেব রাখবেন কারা কখন আসছেন ও কখন বেরিয়ে যাচ্ছেন। গত বছর লকডাউনের সময় বিশিষ্ট আর্কিটেক্ট অবিন চৌধুরীর সঙ্গে আলোচনা করে এই ওয়ার্ক পডের কাজ এগোনোর ব্যাপারে সিদ্ধান্ত নেয় হিডকো। নিউ টাউন ফোরাম এন্ড নিউসের চেয়ারপার্সন সমরেশ দাস জানান, ওয়ার্ক ফ্রম হোমের একঘেয়েমি কাটিয়ে মানুষ স্বচ্ছন্দে শান্তিতে কাজ করতে পারবেন এখানে। হিডকো-র এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584