কারখানার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

0
72

সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

ন্যূনতম মজুরি সহ একাধিক দাবিতে কারখানার গেটে তালা মেরে বিক্ষোভ দেখাল শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার দু নম্বর ব্লকের নুরপুর এলাকায়। কারখানার শ্রমিকদের অভিযোগ, ‘শ্রমিকরা দীর্ঘদিন ধরে কোম্পানিতে কাজ করলেও তাদের দীর্ঘদিনের দাবি মানা হচ্ছে না।

worker Protest | newsfront.co
নিজস্ব চিত্র

প্রতিদিন কঠোর পরিশ্রম করেও ন্যূনতম মজুরি, এমনকি পি এফ, ই এস আইয়ের মত সুবিধা থেকেও তারা বঞ্চিত। তাই এদিন সকালে কোম্পানির গেটে তালা মেরে বিক্ষোভে শামিল হয়েছেন তারা। এদিন পাঁচ শতাধিক শ্রমিক ও এলাকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান।

Worker union | newsfront.co
গোপাল সরকার, আন্দোলনরত শ্রমিক। নিজস্ব চিত্র

এলাকার বাসিন্দাদের অভিযোগ, অ্যালকোহল ফ্যাক্টরি থেকে নির্গত দূষিত জল ও গ্যাস এলাকার পরিবেশ দূষণ করছে। ফলেই ফ্যাক্টরি সংলগ্ন জমিতে চাষ হচ্ছে না। এমনকি কারখানা থেকে নির্গত দূষিত খালের জলে মাছ মরে ভেসে উঠছে।

আরও পড়ুনঃ রাজ্য সরকারকে ঠেস দিলীপের

স্থানীয় বাসিন্দারা জানান, এ বিষয়ে একাধিকবার অ্যালকোহল কারখানার কর্তৃপক্ষকে জানিয়ে মেলেনি কোন সুরাহা। অবশেষে আজ সকাল থেকেই আন্দোলনের পথে নামেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জেরে বন্ধ রয়েছে নুরপুরের অ্যালকোহল কারখানা। আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ না তাদের দাবি-দাওয়া মানা হচ্ছে, ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here