নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কত শ্রমিক ভিনরাজ্যে কাজে যান তার কোন হিসাব নেই, রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির জেলাতে। এখন তড়িঘড়ি সেই রির্পোট নবান্নে পাঠাতে নাজেহাল অবস্থা প্রশাসনের।
বারবারই ভিডিয়ো বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য-ভিক্ষা করেছেন ভিন্রাজ্যে আটকে থাকা শ্রমিকেরা। তখনই সংশ্লিষ্ট জেলাগুলির কাছে আটকে পড়া শ্রমিকদের নিয়ে তথ্য চায় রাজ্য সরকার।
প্রশাসন সূত্রে খবর, বর্তমানে বাইরে আটকে থাকা শ্রমিকদের সংখ্যাটা প্রায় ৩০ হাজার। সব রাজ্যেই আটকে পড়েছেন উত্তর দিনাজপুরের চোপড়া, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, ইটাহারের, ইসলামপুরের একটি বড় অংশের এই শ্রমিকেরা।
আরও পড়ুনঃ কেন্দ্রের পরিসংখ্যানকে ছাপিয়ে গেল রাজ্যের তথ্যে, লকডাউন বৃদ্ধির ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
প্রশাসন সূত্রের খবর, জেলায় সরকারি হিসেব অনুসারে পাঁচ হাজার শ্রমিক ফিরেছেন। তাঁদেরকে রাখা হয়েছে হোম কোয়রান্টিনে। গোয়ালপোখরের বিধায়ক তথা শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি বলেন, ‘‘রাজ্যে সরকার যা তথ্য চেয়েছিল পাঠানো হয়েছে। ওই শ্রমিকদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা চলছে।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584