মনিরুল হক,কোচবিহারঃ
তৃণমূলের এক ব্লক যুব সভাপতি ও দুই নির্দল পঞ্চায়েত সদস্য সহ প্রায় দেড় হাজার তৃণমূল কর্মী সমর্থক তাঁদের দলে যোগদান করেছেন বলে দাবি করল বিজেপি।আজ বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
তিনি জানিয়েছেন,এদিন বিজেপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি গৌতম সরকার।তাঁর সাথে ওই এলাকার দুই নির্দল পঞ্চায়েত সদস্য সহ দেড় হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন।নিশীথ বাবু বলেন, “ভোট যত এগিয়ে আসছে তৃণমূলে থাকা অনেকেই যোগাযোগ করে আমাদের দলে যোগদান করতে আগ্রহ প্রকাশ করছে। কোচবিহারে দলীয় কার্যালয়ে এই যোগদানের পর আজ দিনহাটাতেও বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক আমাদের দলে যোগদান করবেন।”
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ওই নামে কেউ তুফানগঞ্জে তৃণমূল করত বলে শুনিনি।”
আরও পড়ুনঃ ভোটের মুখে বিজেপিতে যোগ
তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, “আমি জেলার দায়িত্বে আসার আগে বা অর্ঘ্য রায় প্রধান দায়িত্বে থাকার সময় গৌতম সরকারকে তৃণমূল কংগ্রেসের কোন মিছিল মিটিংয়ে আমরা দেখিনি।কাজেই ব্লক সভাপতির মত পদের দায়িত্বে থাকার প্রশ্নই ওঠে না।বিজেপি কাকে নিয়ে কি দাবি করেছে। তারাই জানে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584