নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
বৃহস্পতিবার ঝাড়গ্রাম পুরসভার ঝাড়গ্রাম স্টেশন সন্নিকটে,সিপিআই দলের শ্রমিক সংগঠন এআইটিইউসি – র জেলা কার্যালয়ে শ্রমজীবি ক্যান্টিনের উদ্বোধন করলেন অভিনেতা বাদশা মৈত্র।এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় ৷ শ্রমজীবী ক্যান্টিনে সারাবছর ২০ টাকায় মিল পাওয়া যাবে ৷
মাত্র ২০ টাকায় পাওয়া যাবে ভাত,ডাল,আলুভাজা, এবং ডিম । প্রথম দিনের মেনুতে ছিল ভাত,আলুপোস্ত,মুরগির মাংস । শ্রমজীবী ক্যান্টিনে ২০ টাকায় খাবার পাওয়ার এই উদ্যোগে খুশি শ্রমজীবী মানুষজন । সকাল থেকেই লাইন পড়ে গেছে ক্যান্টিনের সামনে। ২০ টাকা সহায়ক মূল্যের বিনিময়ে খাবারের প্যাকেট সংগ্রহ করেন অসহায় দিন আনা, দিন খাওয়া মানুষগুলিও ।
আরও পড়ুনঃ মোবাইল চোর সন্দেহে গণপিটুনি বেলদায়
করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্বে কাজ হারানো অসহায় মানুষের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বাম তথা সিপিএম শ্রমজীবী ক্যান্টিন খুলেছে। যার সূত্রপাত ঘটেছিল, যাদবপুরে সিপিএমের “রান্নাঘর”থেকে। পরে কলকাতা-সহ গোটা রাজ্যেই তা মডেল হয়ে যায়।
যেখানে মাত্র আমিষ বা নিরামিষ ২০ টাকার বিনিময়ে পেটপুরে একবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে শ্রমজীবী ক্যান্টিন করে বামেরা দাবি করেছিল, সাধারণ শ্রমজীবী মানুষের পাশে একমাত্র তারাই রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584