নিজামুদ্দিন সেখ ,মুর্শিদাবাদঃ
সিনির আয়োজনে শিশু সুরক্ষা কমিটি গঠনে কর্মশালা অনুষ্ঠিত হল, রেজিনগরের দাদপুর গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে।বর্তমান সময়ে শিশু নির্যাতনের নানা ঘটনা ওঠে আসছে,যা অতি আশঙ্কার।কিন্তু কোন পথে সমাধান এই নির্যাতন রোধের ,এই নির্যাতনের অকালে ঝরে যাচ্ছে কত ফুলের মত নিষ্পাপ জীবন।এই বিষয়ে প্রশাসনের নানা স্তরে উদ্যোগ গ্রহন করা হয়েছে সচেতনতা বাড়ানোর জন্য।সিনি সেচ্ছাসেবী সংস্থা,যারা নিরলস ভাবে কাজ করে চলেছে এবিষয়ে,তাদেরই আয়োজনে শিশু সুরক্ষা বিষয়ক বিভিন্ন গাইড লাইন অনুযায়ী শিশু সুরক্ষা কমিটি গঠনের জন্য গ্রাম সংসদ স্তরে পঞ্চায়েত সদস্যদের অনুরোধ জানানো হল।এদিনের এই কর্মাশালায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান দাদপুর মিতালী হালদার,উপপ্রধান মহসীন সেখ সহ পঞ্চায়েত সদস্য,আশাকর্মী,অঙ্গনওয়ারী কর্মী সহ প্রায় ১০০ জন প্রতিনিধি।
সিনি প্রতিনিধি তপন হাজরা বলেন,”প্রতিটি গ্রাম পঞ্চায়েতে যেন কার্যকরী এই শিশু সুরক্ষা কমিটি থাকে,সে বিষয়ে পঞ্চায়েত সদস্যকে অনুরোধ করা হল।”
আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় আহত সাত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584