প্রাথমিকে বোড়ো ভাষার পাঠ্যবই তৈরির কর্মশালা

0
116

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

workshop of bodo language text book  | newsfront.co
কর্মশালা। নিজস্ব চিত্র

বোড়ো ভাষায় প্রাথমিক স্তরে পঠন পাঠনের পাঠ্য বই, সিলেবাস, গ্রামার ও ডিকশনারি তৈরির জন্য দুই দিনের কর্মশালা করল পশ্চিমবঙ্গ বোড়ো সাহিত্য সভা।

workshop of bodo language text book 2 | newsfront.co
নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ বোড়ো সাহিত্য সভা এই ওয়ার্কশপের আয়োজন করলেও ওয়ার্ক শপ পরিচালনা করে বোড়ো টেষ্ট বুক,বোড়ো গ্রামার ও ডিকশনারি তৈরির প্রস্তুতি কমিটি। আলিপুরদুয়ার শহরের একটি হোটেলে সোমবার এই কর্মশালা শেষ হয়। কর্মশালায় বোড়ো ভাষায় বিভিন্ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

subin saiba | newsfront.co
সুবিন শৈব, সম্পাদক পশ্চিমবঙ্গ বোড়ো সাহিত্য সভা।নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ বোড়ো সাহিত্য সভার সাধারন সম্পাদক সুবিন শৈব বলেন, “ আমরা দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গে বোড়ো জনজাতির মানুষদের মাতৃভাষা বোড়ো ভাষায় পঠন পাঠনের দাবি করে আসছি। সম্প্রতি আলিপুরদুয়ারের অনগ্রসর সম্প্রদায় কল্যান, বিভাগের জেলা আধিকারিক আমাদের ডেকে এই ভাষার কোন সিলেবাস, বই বা পঠন পাঠন যোগ্য কিছু রয়েছে কিনা সেটা জানতে চান।

আরও পড়ুনঃ কালনায় মহিষমর্দিনী পুজোর সূচনা

সেখান থেকে উৎসাহিত হয়েই আমরা এই কাজ শুরু করেছি। কাজ অনেক দূর এগিয়ে গেছে। আমরা আশাবাদী রাজ্য সরকার খুব তাড়াতাড়ি অষ্টম তপশীল ভুক্ত ভাষা বোড়ো ভাষায় প্রাথমিক স্তরে পঠন পাঠন চালু করবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here