করোনা সংকট: জরুরী ভিত্তিতে ভারতের জন্য ১০০ কোটি মার্কিন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

0
60

ওয়েব ডেস্ক, নিউজফ্রন্ট:

করোনা সংকটে এবার ভারতের পাশে দাঁড়াল বিশ্ব ব্যাঙ্ক। ১০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা করল বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ।

ছবি সৌজন্যে:OTV

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে জানান যে এই অর্থ বিভিন্ন করোনা মোকাবিলার সরঞ্জাম অর্থাৎ পিপি-টেস্টিং কিট ও আক্রান্তদের খুঁজে পাওয়া কাজে ব্যবহার করা যাবে।

ভারত ছাড়াও ২৪টি উন্নয়নশীল দেশ বিশ্বব্যাংকের সহায়তা পাবে। এই খাতে বিশ্ব ব্যাংক মোট ১.৯ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে।

ইতিমধ্যে দেশে কারোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর(গতকাল রাত ৯টা পর্যন্ত) পাওয়া পর্যন্ত করোনা আক্রান্তের পরিসংখ্যান নিচে দেওয়া হল:

দেশে করোনা আক্রান্ত ২৪৭৪ সুস্থ ১৮১ মৃত ৭০। নতুন আক্রান্ত সারা দেশে ৪১৫ জন।

আক্রান্ত আলাদা এবং মৃত্যু বন্ধনীতে(বিভিন্ন রাজ্যে)-

মহারাষ্ট্র ৪১৬ (১৯), তামিলনাড়ু ৩০৯ (১), দিল্লি ২৯৩ (৪) কেরালা ২৮৬ (২) অন্ধ্র প্রদেশ ১৪৩(০)
রাজস্থান ১৩৩ (০) তেলেঙ্গানা ১২৭ (৯)
কর্ণাটক ১২১ (৩) উত্তরপ্রদেশ ১২১ (২) মধ্যপ্রদেশ ১০০ (৮), গুজরাট ৮৭ (৭) জম্মু-কাশ্মীর ৭০ (২) পশ্চিমবঙ্গ ৫৩ (৭) পাঞ্জাব ৪৭ (৪) হরিয়ানা ৪৯ (০) বিহার ২৪ (১) চণ্ডীগড় ১৮ (০) অসম ১৬ (০) লাদাখ ১৩ (০) আন্দামান-নিকোবর ১০ (০) ছত্তীশগড় ৯ (০) উত্তরাখন্ড ৭ (০) ওড়িশা ৫ (০) গোয়া ৫ (০) হিমাচল প্রদেশ ৩ (১) পুদুচেরী ৩ (০) ঝাড়খন্ড ২ (০) মনিপুর ২ (০) অরুণাচল প্রদেশ ১ (০) মিজোরাম ১ (০)।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here