মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
গোটা বিশ্বজুড়ে এখন একটাই অসুখ। করোনা। এই মারণ ভাইরাসের নজরে রয়েছে ভারতও। আক্রান্তের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। মৃতের সংখ্যাও কিছু কম নয়।
করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন এখনও পর্যবন্ত ৪৫ লক্ষ মানুষ। মারা গিয়েছেন তিন লাখের বেশি। বৃহস্পতিবার বিকেলে চিনে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৮২,৯২৯ এবং ভারতের ৭৮,৮১০।
Social distancing has led to slowdown of economy. Govt of India has focused on Garib Kalyan Yojna to help protect poor & vulnerable as a bridge between from health interventions are happening & where the economy can be revived: Junaid Ahmad, World Bank Country Director for India pic.twitter.com/Qfsvn4TFjr
— ANI (@ANI) May 15, 2020
অর্থাৎ আর কিছুদিনের মধ্যে চিনকেও ছাপিয়ে যেতে পারে ভারত। এমতাবস্থায় সামাজিক নিরাপত্তা তহবিলে ভারতকে ১০০ কোটি ডলার সাহায্যের অনুমোদন করল বিশ্ব ব্যাঙ্ক। শুক্রবার বিশ্ব ব্যাংকের তরফে ঘোষণা করা হয়েছে, ভারত সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য ১ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ বরাদ্দ করা হচ্ছে।
World Bank announces USD 1 billion social protection package for India linked to Govt of India programmes. pic.twitter.com/a1YpTpAt1O
— ANI (@ANI) May 15, 2020
বিশ্বব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তারা ভারত সরকারের সঙ্গে মূলত তিনটি ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে চায়। সেগুলি হল স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ভারতে বিশ্ব ব্যাংকের ডিরেক্টর জুনেইদ আহমেদ জানিয়েছেন,”সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে অর্থনীতির গতি স্লথ হয়েছে। ভারত সরকার শুরু থেকেই গরিবদের কল্যাণে নজর দিয়েছে।
চিকিৎসা ব্যবস্থা এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার একটা সেতুবন্ধনের কাজ করতে চাইছে সরকার। আগে থেকেই দেশে যে পরিকাঠামো আছে, সেই জন ধন, আধার এবং মোবাইল ব্যবহার করে সরকার পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উন্নয়নে নজর দিয়েছে।” বিশ্ব ব্যাংক সূত্রের খবর, কেন্দ্রের সমাজ কল্যাণ মূলক প্রকল্পগুলিতে সাহায্য করতেই এই অনুদান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584