কন্যাশ্রী, রূপশ্রীর পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্য, রাজ্যের আর্থিক সহায়তায় এগিয়ে আসছে বিশ্ব ব্যাঙ্ক

0
111

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনমুখী প্রকল্প ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক সম্মান ছিনিয়ে এনেছে, তার মধ্যে কন্যাশ্রী, রূপশ্রী উল্লেখযোগ্য। মহিলাদের ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি তাৎপর্যপূর্ণ প্রকল্প হল ‘লক্ষ্মীর ভান্ডার’, এই ধরণের প্রকল্পগুলিতে রাজ্য সরকারকে আর্থিক সহায়তা করতে চায় ওয়ার্ল্ড ব্যাঙ্ক।

World bank to help Bengal govt

জানা গিয়েছে মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে ওয়ার্ল্ড ব্যঙ্কের ‘উইমেন এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম’-এ প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা পেতে পারে রাজ্য। বিগত কয়েক বছরে অর্থনৈতিক ক্ষেত্রে রাজ্যের আর্থিক বৃদ্ধির পরিমাণ ছাড়িয়ে গিয়েছে দেশের গড় বৃদ্ধির হারকেও। ২০১৭-১৮ সালে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৭.২ শতাংশ, সেখানে রাজ্যে এই হার ৮.৯ শতাংশ। ২০১৮-১৯ সালে এই বৃদ্ধি যেখানে দেশের ছিল ৬.৮ শতাংশ, সেখানে রাজ্যে ১২.৬ শতাংশ।

রাজ্য সরকার ইতিমধ্যেই মহিলাদের উন্নয়নে বেশ কিছু প্রকল্প শুরু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলাদের ৫০০ টাকা এবং তপশীলি জাতি/ উপজাতি ও ওবিসি মহিলাদের মাসিক ১০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে সেপ্টেম্বর মাস থেকে।

আরও পড়ুনঃ ৭৭ থেকে নেমে ৭৩! পদ্ম ছেড়ে ঘাসফুলে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ

এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, বিধবাভাতা এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড মহিলাদের নামে করা হয়েছে। বয়স্ক মানুষদের পরিচর্যা, পেনশন এবং চিকিৎসার খরচ জোগানো এবং কর্মক্ষেত্রে মহিলাদের আরও বেশি অংশগ্রহণ করানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি, দিব্যাঙ্গদের ক্ষেত্রেও তাঁদের আয়ত্তাধীন বাড়ি বা কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে রাজ্যের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here