নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পৃথিবীর বৃহত্তম হিমশৈলে ধস নামল। সঙ্কটে প্রাণীকুল। উষ্ণায়নের শুরু থেকেই হিমবাহের গলন নিত্যনৈমিত্তিক ঘটনা। ‘গ্লোবাল ওয়ার্মিং’-এর কুনজরে আন্টার্কটিকার হিমশৈল শহরে একের পর এক ধ্বস নেমেছিল। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছিল ২০১৭ সালে।
উষ্ণতা বৃদ্ধির কারণে মূল হিমশৈল ভূখণ্ড ছেড়ে ভেঙে বেরিয়ে আসে পৃথিবীর বৃহত্তম আইসবার্গ, যার নাম- এ৬৮। কিন্তু বিশালায়তন এই হিমশৈলটি নিএজি যেন একটি দ্বীপ। সেই দ্বীপেই এবার ভাঙন ধরেছে। যার ফলে বিপন্ন হয়ে উঠছে প্রাণীকুল।
আরও পড়ুনঃ পিছিয়ে পড়লেও ভারতীয় অর্থনীতিতে আশার আলো- দাবি রিপোর্টে
আটলান্টিক মহাসাগরে এই হিমশৈলটি প্রায় ৫ হাজার ৮০০ স্কোয়ার কিলোমিটার এলাকা নিয়ে ভাসমান ছিল। জলের টানে ক্রমশই দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে চলেছে এটি। ফলে দক্ষিণ জর্জিয়া বড় বিপদের মুখে পড়তে পারে। এমনটাই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584