ভারতেই শুরু হতে চলেছে বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণঃ নরেন্দ্র মোদী

0
83

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গতকাল রবিবারই করোনার টিকা প্রয়োগে মিলেছে অনুমতি। ভারতের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কো-ভ্যাকসিনে এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা (ডিসিজিআই)। তবে শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে এই টিকা প্রয়োগ করা যাবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কথায় ক্লিনিকাল ট্রায়াল মোডে এই ভ্যাকসিন ব্যবহার করা হবে। সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই ব্যবহারে সীমাবদ্ধতা রাখা হয়েছে।

Narendra Modi | newsfront.co

করোনা লড়াইয়ে দেশের বিজ্ঞানীদের এই সাফল্য এবং কৃতিত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেন যে ভ্যাকসিনের এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন তিনি বলেন, “আমরা বিশ্বের বৃহত্তম টিকা কর্মসূচীর সামনে রয়েছি। গোটা দেশের বিজ্ঞানী এবং গবেষকদের কাছে আমরা ঋণী। ভারতীয় বিজ্ঞানীরা দুটি কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করেছেন। দেশ আজ বিজ্ঞানীদের জন্য গর্বিত।“

আরও পড়ুনঃ  ভারতীয় ভ্যাক্সিনের অনুমোদন নিয়ে উঠছে প্রশ্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের প্রচার করে আরও বলেন, “আমরা বিশ্বকে ভারতীয় পণ্য দিয়ে ভরাতে চাই না। তবে আমাদের অবশ্যই বিশ্বের প্রতিটি কোণে ভারতীয় পণ্যের প্রতিটি গ্রাহকের মন জয় করতে হবে। ‘মেক ইন ইন্ডিয়া’ পণ্যগুলির বৈশ্বিক স্বীকৃতিও রয়েছে। আমাদের মান এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে ব্র্যান্ড ইন্ডিয়া শক্তিশালী করতে হবে।“

আরও পড়ুনঃ ২০২০-তে নারী নির্যাতনের রেকর্ড অভিযোগ! বেশিরভাগই গার্হস্থ্য হিংসা, শীর্ষে যোগী রাজ্য

এছাড়াও “আত্মনির্ভর ভারত”-এর প্রসঙ্গ এনে মোদী এই করোনা ভ্যাকসিন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ভ্যাকসিন গণ টিকা দেওয়ার পথ সুগম করেছে, এমনটাও জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here