পরিসংখ্যানে কোভিড-১৯

0
67
covid 19 | newsfront.co
প্রতীকী চিত্র

রাজ্যঃ

পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৮ আজ নতুন আক্রান্ত ৬ মৃত ৩

(রাত দশটা পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে)

দেশেঃ

করোনা আক্রান্ত ১৫৮৬ সুস্থ ১৪০ মৃত ৪৭

আজ নতুন আক্রান্ত সারা দেশে ২৪০ জন।

রাজ্য, আক্রান্ত আলাদা এবং মৃত্যু বন্ধনীতে

মহারাষ্ট্র ৩০২ (১০), কেরালা ২৪১ (২) কর্ণাটক ১০১ (৩) উত্তরপ্রদেশ ১০১ (০) দিল্লি ৯৭ (২) তেলেঙ্গানা ৯২ (৮) গুজরাট ৭৪ (৬) রাজস্থান ৯৩ (০) তামিলনাড়ু ১২৪ (১), মধ্যপ্রদেশ ৬৬ (৪), জম্মু-কাশ্মীর ৫৫ (২) পাঞ্জাব ৪১ (৪) হরিয়ানা ৪৩ (০) অন্ধ্র প্রদেশ ৪০ (০) পশ্চিমবঙ্গ ২৭ (৩) বিহার ২২ (১) চণ্ডীগড় ১৩ (০) লাদাখ ১৩ (০) আন্দামান-নিকোবর ১০ (০) ছত্তীশগড় ৮ (০) উত্তরাখন্ড ৭ (০) গোয়া ৫ (০) হিমাচল প্রদেশ ৩ (১) অসম ১ (০) ঝাড়খন্ড ১ (০) ওড়িশা ৩ (০) মনিপুর ১ (০) মিজোরাম ১ (০) পুদুচেরী ১ (০)

আরও পড়ুনঃ রাজ্যে করোনা থাবায় মৃত্যু আরও এক, মোট মৃতের সংখ্যা ৪

(রাত ৯ টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে)

বিশ্বে করোনা আক্রান্ত

৮১৮৬৯৯ মৃত ৩৯৭৮৪ সুস্থ ১৭৩১৯৭

বিশ্বে দেশ অনুযায়ী আক্রান্ত আলাদা এবং মৃত্যু বন্ধনীতে

আমেরিকা ১৭৪৬৮৪ (৩৪০০) ইতালি ১০১৭৩৯ (১১৫৯১) স্পেন ৯৪৪১৭ (৮২৬৯) চিন ৮১৫১৮ (৩৩০৫) জার্মানি ৬৮১৮০ (৬৮২) ইরান ৪৪৬০৫ (২৮৯৮) ফ্রান্স ৪৪৫৫০ (৩০২৪) ব্রিটেন ২৫১৫০ (১৭৮৯) সুইৎজারল্যান্ড ১৬১৮৬ (৩৯৫) বেলজিয়াম ১২৭৭৫ (৭০৫) নেদারল্যান্ডস ১২৫৯৫ (১০৩৯) তুরস্ক ১০৮২৭ (১৬৮) অস্ট্রিয়া ১০০৩৮ (১২৮) দক্ষিণ কোরিয়া ৯৭৮৬ (১৬২) কানাডা ৭৪৭৪ (৯২) পর্তুগাল ৭৪৪৩ (১৬০) ইজরায়েল ৪৮৩১ (১৭) ব্রাজিল ৪৬৮৫ (১৬৮) নরওয়ে ৪৬০৫ (৩৬) অস্ট্রেলিয়া ৪৫৬১ (১৯) সুইডেন ৪৪৩৫ (১৮০) চেক প্রজাতন্ত্র ৩০০২ (২৫) আয়ারল্যান্ড ২৯১০ (৫৪) ডেনমার্ক ২৮৬০ (৯০) মালয়েশিয়া ২৭৬৬ (৪৩) চিলি ২৭৩৮ (১২) রাশিয়া ২৩৩৭ (১৭) রোমানিয়া ২২৪৫ (৭৮) পোল্যান্ড ২২১৫ (৩২) ফিলিপিনস ২০৮৪ (৮৮) ইকুয়েডর ১৯৬৬ (৬২) জাপান ১৯৫৩ (৫৩) পাকিস্তান ১৯১৪ (২৬) থাইল্যান্ড ১৬৫১ (১০) সৌদি আরব ১৫৬৩ (১০) ইন্দোনেশিয়া ১৫২৮ (১৩৬) দক্ষিণ আফ্রিকা ১৩৫৩ (৩) গ্রিস ১৩১৪ (৪৯) আর্জেন্টিনা ৯৬৬ (২৬) পেরু ৯৫০ (২৪) সিঙ্গাপুর ৯২৬ (৩) হংকং ৭১৪ (৪) মিশর ৬৫৬ (৪১) কাতার ৬৯৩ (১) ইরাক ৬৩০ (৪৬) ইউনাইটেড আরব এমিরেটস ৬৬৪ (৬) বাংলাদেশ ৫১ (৫) শ্রীলঙ্কা ১৪২ (২) নাইজেরিয়া ১৩৫ (২) ভেনেজুয়েলা ১৩৫ (৩) জিম্বাবোয়ে ৮ (১) নেপাল ৫ (০) ভুটান ৪ (০)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here