বিশ্ব ডুয়ার্স উৎসবের সূচনা

0
67

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

world Dwar's festival begins
নিজস্ব চিত্র
world Dwar's festival begins
নিজস্ব চিত্র
world Dwar's festival begins
নিজস্ব চিত্র

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আলিপুরদুয়ারে শুরু হল ১৫তম বিশ্ব ডুয়ার্স উৎসব।শনিবার শহরের প্যারেড গ্রাউন্ডে প্রদীপ জ্বালিয়ে ওই উৎসবের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে শহরের বিএম ক্লাব ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছায়। এরপর অতিথিদের নৃত্যের মাধ্যমে বরণ করে নেন শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল,বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক তথা আলিপুরদুয়ারের বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী,আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার,সাংসদ দশরথ তির্কি,আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসক কাজলকান্তি সাহা, ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী, কালচিনির বিধায়ক উইলসন চম্প্রমারি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এছাড়াও প্রতিবেশী রাষ্ট্র ভুটান থেকে আগত প্রতিধিনিরাও এদিন উপস্থিত ছিলেন।মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী জানান,৭ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। উৎসব প্রাঙ্গণে সরকারি বেসরকারি বিভিন্ন স্টল রয়েছে।প্রতিদিন তিনটি মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

world Dwar's festival begins
নিজস্ব চিত্র
world Dwar's festival begins
নিজস্ব চিত্র
world Dwar's festival begins
নিজস্ব চিত্র

আরও পড়ুন: শিলিগুড়িতে জেলা নেতৃত্বের প্রতি ক্ষোভে কর্মীদের পদত্যাগ অব্যাহত বিজেপিতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here