ওয়েবডেস্কঃ-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংক্ষেপে WHO তার “গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন অ্যালকোহল অ্যান্ড হেলথ, ২০১৮”-এর পরিসংখ্যানে দাবি করে করে যে অ্যালকোহল বছরে ত্রিশ লক্ষ মানুষের নানাভাবে মৃত্যু ডেকে আনছে। এর মধ্যে প্রায় ২৮% মানুষ মদ খেয়ে মারপিট, দুর্ঘটনা ইত্যাদি কারণে মারা যাচ্ছে। ২১% মানুষ আবার মদ্যপানের ফলে পেটের নানা ধরনের অসুখ থেকে মৃত্যুকে ডেকে আনছে। আর ১৯% মানুষ অ্যালকোহল পান করে হার্টের অসুখের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
বর্তমান বিশ্বে প্রায় ২৩০ কোটি মানুষ অ্যালকোহল জাতীয় পানীয় সেবন করে । এই সমস্যা সবথেকে বেশি প্রকট হয়ে উঠেছে পাশ্চাত্য সভ্যতার দেশগুলিতে। আমেরিকা- ইউরোপ সব থেকে ক্ষতিগ্রস্ত। পরিসংখ্যানের সব থেকে মারাত্মক দিক হল যে টিনেজার এবং সদ্য প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের এক-চতুর্থাংশই অ্যালকোহল পানের দিকে ঝুঁকছে। এই প্রবণতা ইউরোপে সবথেকে বেশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584