নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সারা বিশ্বে করোনা ভাইরাসের দাপট অব্যাহত। সংক্রামিত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। যদিও সুস্থতার হার আগের তুলনায় অনেকটাই বেশি। এবার করোনার উৎস খুঁজতে কোভিড তাণ্ডবের এক বছর পর ইউহানের সেই মাছ বাজার পরিদর্শনে গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র প্রতিনিধি দল। ভাইরাসের অস্তিত্ব খুঁজতে রবিবার ইউহান শহরের বাজার ঘুরে দেখেন প্রতিনিধিরা।
গত বছর করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এই শহরে ৭৬ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়। সেইসময় এই বাজার থেকেই খাদ্য সরবরাহ করা হত বাসিন্দাদের। ইউহানের বৃহত্তম মাছ বাজার বাইশাঝৌ বাজার ঘুরে দেখলেন হু’র টিম। তাঁদের সঙ্গে সর্বক্ষণের জন্য ছিলেন চিনা আধিকারিক ও প্রতিনিধিরা। প্রাণী বিশেষজ্ঞ, ভাইরোলজিস্ট, খাদ্য সুরক্ষা বিশেষজ্ঞ এবং মহামারী বিশেষজ্ঞরাও ছিলেন এই প্রতিনিধি দলে। প্রথম সংক্রমণ ছড়ানোর পর যে হাসপাতালগুলিতে রোগী ভিড় করতে শুরু করেন সেই ইউহান জিনইনতিয়ান হাসপাতাল এবং হুবেই মেডিসিন হাসপাতালেও যান তাঁরা।
আরও পড়ুনঃ ‘মেধাবী’ বিদেশিদের নাগরিকত্ব দেবে সংযুক্ত আরব আমিরশাহী
শনিবার করোনাভাইরাসের অতীত ইতিহাসের প্রদর্শনীর জন্য তৈরি মিউজিয়ামেও গিয়েছিল হু’র প্রতিনিধিরা। গত বৃহস্পতিবারই হু নিজেদের টুইটার হ্যান্ডেলে জানায়, চিনের হুয়ানান সি-ফুড মার্কেট, যেখানে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল সেখানে পরিদর্শনে যাবেন প্রতিনিধিরা। তবে সারা বিশ্বের কাছে অভিযোগের কাঠগড়ায় ওঠার থেকে হু’র প্রতিনিধিদের পরিদর্শনে অনুমতি দেওয়াই নিরাপদ বলে মনে করেছে চিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584