নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ধূমপান থেকে বিরত থাকুন। এটা প্রায় সকলেরই জানা। এবার কোভিড নিয়ে ধূমপায়ী ব্যক্তিদের সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়েসাস জানান, “করোনায় মৃত্যুর ৫০ শতাংশ ঝুঁকি বাড়ে ধূমপায়ীদের। অর্থাৎ মৃত্যুর ঝুঁকি কমাতে ধূমপান ছাড়তে পরামর্শ।” তিনি আরও জানান, শুধু কোভিড নয়, ধূমপান ছাড়লে যেকোনো দূরারোগ্য ব্যাধি যেমন হৃদরোগ, ক্যানসার এবং ফুসফুসজনিত রোগের সম্ভাবনাও কমে।
আরও পড়ুনঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে প্রায় সাড়ে ৫০০ চিকিৎসকের মৃত্যু, দিল্লিতে ১০০-র বেশিঃ আইএমএ
উল্লেখ্য, সকল দেশের কাছেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু আবেদন জানিয়েছে যে, তারা যেনো ‘কমিট টু কুইট’ তামাক বিরোধী প্রচারে অংশ নিয়ে তামাকমুক্ত বিশ্ব গড়ে তোলার চেষ্টা করেন। ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট-এর মতো সোশ্যাল মাধ্যমকে কাজে লাগিয়ে সতর্কতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে হু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584