নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কোভিড-১৯ ভাইরাসের নতুন স্ট্রেনের দাপটে কার্যত বিপর্যস্ত অবস্থা ব্রিটেনের। স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ উপদেষ্টা সংস্থা সোমবার জরুরি ভিত্তিতে ব্রিটেনের করোনাভাইরাস নিয়ে আলোচনার জন্য বৈঠক করতে চলেছে।
ব্রিটেনের করোনা পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ব্রিটেনের থেকে আসা ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি-সহ এইমস এবং ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিলের (আইসিএমআর) বিশেষজ্ঞরা নতুন স্ট্রেনের বিষয়ে বৈঠকে অংশ নেবেন। কীভাবে স্পাইক প্রোটিনের পরিবর্তনকে কমিয়ে সংক্রমণ কমানো যায়, সেই চেষ্টা করা হবে।
আরও পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে নয়া বিতর্ক
ভারতের শীর্ষস্থানীয় নিয়ন্ত্রক এই বিষয়ে নিজেদের মতামত জানাবেন। ভ্যাকসিন দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ব্রিটেনে। ভারতেও সম্ভবত আগামী বছরের গোড়াতেই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন রবিবার বলেছেন যে, তিনি “ব্যক্তিগতভাবে” বিশ্বাস করেন যে ভারত পরের মাস থেকে “সম্ভবত” জনসাধারণকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করতে পারে।
সংবাদ সংস্থা গুলিকে তিনি জানিয়েছেন যে, সরকার অগ্রাধিকার দিচ্ছে ভ্যাকসিনগুলির সুরক্ষা এবং কার্যকারিতা বিষয়ে। তিনি ব্যক্তিগতভাবে মনে করছেন সম্ভবত জানুয়ারীর যে কোনও সপ্তাহে, ভারতবাসীর কাছে প্রথম কোভিড ভ্যাকসিন শট দেওয়ার মতো পরিস্থিতি থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584